Sunday, August 24, 2025

কনকনে ঠান্ডার আমেজ বঙ্গে, কিন্তু কতদিন থাকছে এই পরিস্থিতি?

Date:

Share post:

কলকাতায়(Kolkata) আবার জাঁকিয়ে পড়েছে শীত। কিন্তু রাজ্যবাসীর মনে এই শীতের আনন্দ কত দিন থাকবে? কলকাতায় যখন তাপমাত্রার পারদ চড়ছিল সেই সময়ও রাজ্যের বাকি জেলাগুলিতে যথেষ্ট ঠান্ডা ছিল। এখন শীতল উত্তুরে হাওয়ায় পশ্চিমবঙ্গে (West Bengal) জাঁকিয়ে শীত-এর পরিস্থিতি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায়ও এরকমই থাকবে আবহাওয়া। তবে সোমবার থেকে বঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গল ও বুধবার দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিকিমে আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। বিহারে শীতল দিনের পরিস্থিতি জারি। তার প্রভাবে বিহার সংলগ্ন জেলাগুলিতে দিনের বেলাতেও কনকনে শীত থাকবে।

কুয়াশার সতর্কতা জারি হয়েছে উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ঘন কুয়াশার সর্তকতা উত্তরবঙ্গেও। দৃশ্যমানতা নেমে আসবে ২০০ মিটার নীচে। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ও দৃশ্যমানতা ৫০০ মিটার নীচে। দিল্লি-সহ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ, বিহারেও আগামী তিন দিন থাকবে ঘন কুয়াশা ।

আজ, রবিবার আরও একটু কমল তাপমাত্রা। কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে তা কেটে গিয়েছে। মেঘলা আকাশ নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে তাপমাত্রা ৯ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি ,পানাগড়ে ৭.৬ ডিগ্রি, কৃষ্ণনগরে ৯.৮ ডিগ্রি এবং বীরভূমের শ্রীনিকেতন ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-জোট চাইছেন আব্বাস, কিন্তু সম্ভাবনা কমছে বাধ্য-বাধকতায়

Advt

spot_img

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...