২৩শে কলকাতায় প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত

ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল, শনিবার, ২৩ জানুয়ারি নেতাজির( Netaji Subhas chandra) জন্মজয়ন্তীতে কলকাতায়(Kolkata) আসছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর মোদির চূড়ান্ত সফরসূচি ঘোষণা করা হয়েছে৷

◾২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে যোগ দিতেই আসছেন মোদি৷

◾দুপুর সাড়ে ৩টের সময় ন্যাশনাল লাইব্রেরিতে (National Library) পৌঁছবেন মোদি।

◾ওখানে নেতাজি-বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

◾বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রীর যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial)।

◾প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন রাজস্থান ও বাংলার শিল্পীরা।

◾সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভাষণ।

◾নানা কর্মসূচি সেরে সন্ধ্যায় ফের দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলায় বিধানসভা ভোট দোরগড়ায়। রাজনৈতিক মহলের মতে, নেতাজিকে হাতিয়ার করে বাঙালির আবেগকে ছুঁতে চাইছেন প্রধানমন্ত্রী। দিনকয়েক আগেই নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ ঘোষণা করেছে ভারত সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

আরও পড়ুন-ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ‘লাগাম’ এবার কমিশনের হাতে

Previous articleভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ‘লাগাম’ এবার কমিশনের হাতে
Next articleথাইল‍্যান্ড ওপেনের কোয়‍ার্টার ফাইনালে পিভি সিন্ধু , সমীর বর্মা