Saturday, August 23, 2025

“পাল্টিবাজ” শুভেন্দু, আক্রমণ শানিয়ে আর কী বললেন সুশান্ত ঘোষ?

Date:

Share post:

তৃণমূলের (tmc) নেতা থাকার সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লাগাতার “গণহত্যার নায়ক” বিশেষণে আক্রমণ চালিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। বিজেপিতে (bjp) যোগ দিয়ে ভোল বদলে সেই তিনিই এখন বুদ্ধবাবুকে বলছেন “সবচেয়ে সৎ নেতা”। শুভেন্দু অধিকারীর এই অবস্থান পরিবর্তন দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাম ভোট পাওয়ার আশাতেই ১৮০ ডিগ্রি উল্টো কথা বলতে হচ্ছে তাঁকে। এবার দলবদলু শুভেন্দুর এই ভোল বদলকে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের জনপ্রিয় সিপিএম (cpm) নেতা ও বাম জমানার মন্ত্রী সুশান্ত ঘোষ (susanta ghosh)।

শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনা করে সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন, “যে লোকটা কয়েক মাস আগেও বাংলা থেকে লাল ঝান্ডা মুছে দেওয়ার জন্য রণহুঙ্কার দিয়েছিল, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে লাল ঝান্ডা মুছে দিয়েছে বলে আত্মম্ভরিতার প্রচার করেছিল, সেই লোকটাই আজ লাল ঝান্ডার লোককে আহ্বান জানাচ্ছে! এর চেয়ে বড় তঞ্চকতা আর কিছুতেই হয় না৷ যারা ধান্দাবাজ, সুবিধেবাদী, পাল্টিবাজ, যাদের রাজনীতিতে কোনও আদর্শ নেই, তারাই এই ধরনের কথা বলতে পারে৷”

শুভেন্দু বিজেপির হয়ে বাম সমর্থকদের ভোট চাইলেও উদ্বিগ্ন নন সিপিএম নেতা সুশান্ত ঘোষ৷ তিনি বলেন, “লাল ঝান্ডাকে নিয়ে মিছিল করা লোক অন্য ঝান্ডাকে কখনও সমর্থন করে না৷ যারা প্রকৃত বামপন্থী এবং লাল ঝান্ডা নিয়ে মিছিল করে তারা অন্য কাউকে ভোট দেয় না৷ ২০১১ সালে বিরোধীশূন্য করার লক্ষ্যে ওই শুভেন্দু যে ঝান্ডার নেতা ছিলেন, যে ঝান্ডা ধরে করে-কম্মে খেলেন বলে লোকে বলে, এখন তৃণমূল চলে যাবে বলে তিনি এইসব বলছেন৷”

আরও পড়ুন:সংখ্যালঘু ভোট ভাগ করতেই কোটি কোটি টাকা খরচ করে পীরজাদাদের নামানো হচ্ছে, বললেন ত্বহা

Advt

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...