Monday, August 25, 2025

‘চ্যালেঞ্জ করেছেন, গ্রহণ করেছি, প্রার্থী হোন নন্দীগ্রামেই’, হুংকার শুভেন্দুর

Date:

Share post:

কৃষি আইন(Farm Law) বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকদের মিছিলে যখন কাঁদানে গ্যাস, লাঠি চার্জ করছে পুলিশ, ঠিক তখনই নন্দীগ্রামে (Nandigram) কৃষি আইনের সমর্থনে পদযাত্রা ও সভা করেছে বিজেপি(BJP)৷ মঙ্গলবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ মঞ্চের পিছনের ব্যানারে লেখা কৃষি আইনের সমর্থনে সভা, আর মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুবাবু স্পষ্টভাষায় নির্বাচনী প্রচার সারলেন৷ এদিন ফের তিনি শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রার্থী হওয়ার দাবি তোলেন

Advt

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “আপনি চ্যালেঞ্জ করেছেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি৷ নন্দীগ্রামেই এবার প্রার্থী হয়ে জল মাপুন৷ কীভাবে হারতে হয় আপনি দেখুন৷ ১৭টি অঞ্চলের মধ্যে ৩টিতে আপনি জিতবেন, বাকি ১৪ অঞ্চলে তৃণমূলকে পরিষ্কার করে দেবে বিজেপি৷ আপনি জিততে পারবেন তো ?” শুভেন্দু বলেন, “ক’টা আসনে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ? ‘বড়বোন’ ভবানীপুর, ‘মেজোবোন’ নন্দীগ্রাম ছাড়াও তো ডোমজুড়, বালি, উত্তরপাড়ায় দাঁড়াতে হবে”৷ পাশাপাশি পুরোনো কথাই ফের তুলে ধরে ব্যাখ্যা করেন, কেন তিনি বিজেপিতে যোগ দিলেন৷ জয় শ্রীরাম ধ্বনিতে মুখ্যমন্ত্রীর আপত্তির কড়া সমালোচনাও করেন৷ সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় প্রকল্পগুলি এ রাজ্যে চালু না হওয়ার জন্যও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন৷ ভোট-ভাষণের মেজাজে শুভেন্দু অধিকারী উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ভোটের কাজ শুরু হয়ে গিয়েছে৷ এবার ভোট হবে আধাসেনার নজরদারিতে৷ আপনারা শুধু নিজেদের ভোট নিজেরা দিতে যাবেন, বাকিটা বুঝে নেবে আধাসেনা বাহিনী৷ এদিন সভার আগে নন্দীগ্রাম ২নং ব্লকের কিষান মান্ডি সুরক্ষার দাবিতে শিবরামপুর থেকে বিরুলিয়া পর্যন্ত পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী ৷ তারও আগে

নিমতৌড়ির স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামীদের সম্মাননা প্রদান ও জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি৷

 

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...