উত্তর কলকাতার হৃষিকেশ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন হল এবারের বইমেলা ২০২১। উপস্থিত ছিলেন মন্ত্রী সাধন পান্ডে, ইন্দ্রনীল সেন, অধ্যাপক সৌগত রায়, রাইস এর কর্ণধার সমিত রায়, সাহিত্যিক মণিশঙ্কর মুখার্জী, প্রকাশক রুপা মজুমদার, সাংবাদিক কুণাল ঘোষ, উপদেষ্টা সমর নাগ সহ বিশিষ্টরা। মন্ত্রীদের আশ্বাসে ও অনুরোধে উদ্যোক্তা বর্ণপরিচয়এর পক্ষ থেকে বইমেলা আরো তিন দিন বেড়ে আগামী ৩ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে যারপরনাই খুশি বইপ্রেমীরা। আসুন দেখেনি তারই একঝলক।
