বাংলার বৈতরণী পেরতে শেষ পর্যন্ত রথযাত্রাকেই (Rath yatra) পাখির চোখ করল ভারতীয় জনতা পার্টি (BJP)। মঙ্গলবার দিল্লিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাসভবনে কোর কমিটির বৈঠক বসে। সেখানে পাঁচটি জোন (৫ jone) থেকে পাঁচটি রথযাত্রার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, যদি রাজ্য সরকার রথযাত্রার অনুমতি না দেয়? দিলীপের জবাব, সেক্ষেত্রে আদালতে যাবে বিজেপি।

মঙ্গলবার রাতে বৈঠক শেষে বিজেপি রাজ্য সভাপতি জানান, রথযাত্রার জন্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন নবদ্বীপ থেকে। ৯ ফেব্রুয়ারি আরও দুটি যাত্রার সূচনা করবেন নাড্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sah) ১১ফেব্রুয়ারি কোচবিহার থেকে চতুর্থ রথযাত্রার সূচনা করবেন। পঞ্চম রথযাত্রা শুরু হবে কাকদ্বীপ থেকে। সেই রথযাত্রার সূচনা কে করবেন, সে সিদ্ধান্ত এদিনের বৈঠকে করা যায়নি। রথযাত্রা সমস্ত মণ্ডল স্পর্শ করবে। টানা প্রায় ২৫-৩০ দিন ধরে এই রথযাত্রা চলবে। ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হলদিয়া সফরের দিনে একটি সভা হবে বলেও দিলীপ জানান।


কিন্তু সবটাই নির্ভর করছে, রাজ্য সরকার এই রথযাত্রার অনুমতি দেয় কিনা। না দিলে বিজেপি আদালতে যাবে। কিন্তু সঙ্ঘাতে যাওয়ার সম্ভাবনা যে কম, তা দিলীপের কথাতেই স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন- গণবিবাহের অনুষ্ঠানে সাঁওতালি নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

