তৃণমূলে ফিরলেন মুকুল রায়ের শ্যালক, বললেন ‘মমতাই একমাত্র ধর্মনিরপেক্ষ’

তৃণমূল কংগ্রেসেই (TMC) ছিলেন, মাঝে যোগ দিয়েছিলেন বিজেপিতে (BJP)৷

এবার সেই তৃণমূলেই ফিরে এলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের (MUKUL ROY) শ্যালক সৃজন রায়,(SRIJAN ROY) ‘সাজা’ নামেই পরিচিত তৃণমূল শিবিরে৷ বুধবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর (BRATYA BASU)হাত থেকে তৃণমূল পতাকা নিলেন সৃজন।

প্রসঙ্গত, রেলবোর্ডের সদস্য করে দেওয়ার নাম করে প্রতারণার দায়ে রাজ্য পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করেছিল সৃজন রায়কে। এই মামলায় অন্যতম অভিযুক্ত মুকুল রায়ও। সৃজন রায় এই অভিযোগে জেলে ছিলেন প্রায় ১০ মাস৷ এবার তিনি ফিরলেন তৃণমূলে৷ যদিও সেই মামলা এখনও বিচারাধীন৷ এদিন তৃণমূল ভবনে সৃজন রায়ের পরিচয় দিয়ে ব্রাত্য বসু বলেই দেন, “ওঁর নাম সৃজন রায়। উনি বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক।”

তৃণমূলে যোগ দেওয়ার পর সৃজনবাবু বলেছেন, “এই সময়ে বাংলায় যে সংস্কৃতি চলছে তা আমাদের পরিপন্থী। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ই (MAMATA BANERJEE) প্রকৃত ধর্মনিরপেক্ষ। সে কারনেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”

আরো পড়ুন-মাঝে মোদি, আগে নাড্ডা, পরে শাহ, ভোটের টানে পর পর বঙ্গ-সফর

Advt