Tuesday, May 6, 2025

উত্তরাখণ্ডের ৮৫ শতাংশেরও বেশি জেলায় রয়েছে মারাত্মক বন্যার সম্ভাবনা: রিপোর্ট

Date:

Share post:

আগামী দিনে আরও চিন্তা বাড়াতে পারে উত্তরাখণ্ড (Uttarakhand)। ঘটতে পারে চামোলির (Chamoli) মতো একাধিক প্রাণঘাতী বন্যা পরিস্থিতি। রাজ্যের ৮৫ শতাংশেরও বেশি জেলায় রয়েছে মারাত্মক বন্যা হওয়ার সম্ভাবনা, বিশ্লেষণের পর এমনটাই জানানো হয়েছে ‘কাউন্সিল ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার’ (CEEW)-এর পক্ষ থেকে। বিশ্ব উষ্ণায়ণের (Globalization) ফলে আবহাওয়ার স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা।

বিশ্লেষণের পর জানা গিয়েছে, ১৯৭০ সালের পর থেকে বেড়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা। উত্তরাখণ্ডে অতিব বিপজ্জনক বন্যার (Flood) সম্ভাবনা বেড়েছে প্রায় ৪ গুণ। বন্যার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনা- যেমন ধস, মেঘ ভাঙা বৃষ্টি, হিম-সরোবরে বন্যার মতো ঘটনার ঝুঁকিও বেড়েছে পাল্লা দিয়ে৷ চামোলির মতো একই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে হরিদ্বার, নৈনিতাল, পিথোরাগড় এবং উত্তরকাশির বিভিন্ন এলাকায়৷

গবেষণায় এও জানা গিয়েছে, গত দশ বছরে দেশে বৃদ্ধি পেয়েছে ০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপাতভাবে তাপমাত্রা বৃদ্ধির এই পরিসংখ্যান সামান্য মনে হলেও প্রাকৃতিকভাবে পড়তে পারে বিরাট প্রভাব। আগামী দিনের আশু দুর্যোগের অন্যতম কারণ হিসেবে তাপমাত্রার এই বৃদ্ধিকে চিন্হিত করছেন বিজ্ঞানীরা। তথ্য সংগ্রহের জন্য গবেষকরা সাহায্য নিয়েছেন ভারতীয় মৌসম ভবন, বিশ্ব মৌসম ভবন এবং প্রেস ইনফরমেশন ব্যুরো’র কাছ থেকে।

কাউন্সিল ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার’-এর অন্যতম অবিনাশ মোহান্তি বলেছেন, “উত্তরাখণ্ডের সাময়িক বিপর্যয় প্রমাণ করছে যে আবহাওয়ার পরিবর্তনকে আর কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। গত ২০ বছরে প্রায় ৫০ হাজার হেক্টরে সমান গাছ হারিয়েছে উত্তরাখণ্ড। ফলে ধির গতিতে ক্রমে পরিবর্তন ডেকে আনছে পরিবর্তিত আবহাওয়া। পরিকল্পনামাফিক সবুজায়ন করলে তবেই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। আবহাওয়ায় উন্নতি সাধনের পাশাপাশি রাজ্যে পর্যটন শিল্পেও অগ্রগতি হতে পারে এই পদক্ষেপের মাধ্যমে।”

Advt

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...