Thursday, December 25, 2025

দেশ চালাচ্ছেন চারজন, হাম দো-হামারে দো!”, সংসদে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

Date:

Share post:

কৃষি আইন (Farm law ) নিয়ে এবার চরম আক্রমণের পথে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ( Rahul Gandhi)। বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রকে কটাক্ষের সুরে বলেছেন, “দেশ তো এখন চারজন চালাচ্ছেন।তাঁদের মূলমন্ত্র হল, ‘হাম দো, হামারে দো’!”

রাহুলের এই মন্তব্যের জেরে সংসদে হট্টগোল শুরু হয়ে যায়। ট্রেজারি বেঞ্চ তথা সরকার পক্ষের সাংসদরা রাহুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে তাঁর ভাষণ বক্তব্য বন্ধ করতে অধ্যক্ষকে চাপ দেওয়া শুরু করেন৷
রাহুল গান্ধী এদিন তিন কৃষি আইন বিশ্লেষণ করে সংসদে বলেন, “প্রথম আইন হল কৃষকদের ফসল কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য। দ্বিতীয়টা হল, সমগ্র শস্য আরেক কর্পোরেট বন্ধুর গুদামে মজুত হবে। আর তৃতীয় আইনে, কৃষকদের আদালতে যাওয়ার পথ বন্ধ করে কর্পোরেটদের শস্য বিক্রির পথ মসৃণ করা। রাহুল এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী ( PM Modi) বলেছেন, কৃষকদের কাছে এটা একটা সুযোগ। কিন্তু কৃষকদের কাছে এখন কোন সুযোগ রয়েছে ক্ষুধা, বেকারত্ব ও আত্মহত্যা করা ছাড়া?” এর পাশাপাশি রাহুলের দাবি, কৃষি আইন কৃষক, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী এবং মান্ডি প্রথাকে ধ্বংস করার জন্য তৈরি হয়েছে। রাহুল বলেছেন, কৃষি আইন নিয়ে কেন্দ্র যখন আলাদা ভাবে আলোচনা করতে চাইছে না, তখন তিনি শুধু কৃষকদের স্বার্থের কথা সংসদে বলবেন। সংসদে গোলমালের মধ্যেই রাহুল বলেন, “তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষকরা আন্দোলন করছেন। এই আইন মান্ডি প্রথা, নিত্য প্রয়োজনীয় আইনকে ধ্বংস করা এবং দেশের কর্পোরেটদের হাতে কৃষি ফসল তুলে দেওয়ার চক্রান্ত”। রাহুল বলেন, “প্রধানমন্ত্রী গতকাল বলেছিলেন, বিরোধীরা আইনের বিষয়বস্তু এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করছেন না। আমি আজ বলতে চাই। আমি বিলের বিষয়বস্তু নিয়ে বলতে চাই। চারজন দেশ চালাচ্ছে। সেটা সবাই জানে তাঁরা কারা!” এরপরই বহু বছর আগের পরিবার পরিকল্পনার বিখ্যাত সেই স্লোগান ‘হাম দো, হামারে দো’-র কথা তোলেন।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সম্ভবত রাহুল এদিন ‘হাম দো’ বলতে মোদি-শাহ এবং ‘হামারে দো’ বলতে আম্বানি- আদানি বোঝাতে চেয়েছেন৷

আরও পড়ুন- ৪০ শতাংশ ভাঙা পড়েছে যুদ্ধজাহাজ বিরাটের, জোড়া লাগানো কার্যত অসম্ভব

Advt

spot_img

Related articles

নিজের ঘরেই খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী ইমানি! কাঠগড়ায় প্রেমিক

বছরের শেষে খারাপ খবর হলিউডে। প্রয়াত ‘দ্য লায়ন কিং’ (The Lion King)-এর জনপ্রিয় অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। ‘দ্য...

ওড়িশার খুন হওয়া শ্রমিকের দেহ ফেরাতে উদ্যোগী মমতা-অভিষেক, বাংলাভাষী হত্যার তীব্র নিন্দা তৃণমূলের

বিজেপি পোস্টারে লিখছে, "বাংলায় বাঁচতে বিজেপি BJP) চাই"! প্রধানমন্ত্রী বাংলা এসে ভাষণেও সে কথাই বলছেন! এর অর্থ কী?...

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...