Saturday, May 17, 2025

ভারত – চিন বৈঠক সফল, সেনা সরাতে সায় দিল দুই দেশই

Date:

Share post:

প্রায় ৭৫ মিনিট (75 minutes marathon talk)ধরে কথা হল দু -দেশের বিদেশমন্ত্রীর। শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi) আলোচনা করলেন দীর্ঘসময় ধরে। তারপরেই বরফ গলল। দশ দফা সামরিকস্তরে বৈঠকের পর অবশেষে পূর্ব লাদাখের প্যাংগং হ্রদ (Pangong Lake)-এর পাশ থেকে সেনা প্রত্যাহার করেছে দুই দেশই। এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of actual Control) থেকেও সেনা সরবে বলে জানা গিয়েছে। গত বছরের এপ্রিল থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of actual Control) in ঘিরে ভারত-চিনের মধ্যে সংঘর্ষ শুরু। তারপরই কার্যত মুখ দেখাদেখি বন্ধ ছিল। এরপর শুক্রবার বিদেশমন্ত্রীদের বৈঠকের পর সেই অচলাবস্থা কেটেছে বলেই মনে করা হচ্ছে। আগামিদিনে কোন পথে সেনা প্রত্যাহার করা হবে, সেই বিষয়েই আলোচনা করলেন দুই দেশের বিদেশমন্ত্রী।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ওয়াং ই-র সঙ্গে ৭৫ মিনিট ধরে সদর্থক আলোচনা হয়েছে। প্রতিটি সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হলে দুই দেশ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু করবে এবং সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করতে হবে।

অন্যদিকে, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই(Wang Yi)-ও প্যাংগং থেকে সেনা প্রত্যাহার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ফোনালাপে তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকায় শান্তি ফেরাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘস্থায়ী ফলাফলের জন্য দুই পক্ষকেই সমানতালে প্রচেষ্টা চালাতে হবে এবং বিভিন্ন স্তরে দুই দেশ যাতে সহমত হয়, সেই বিষয়টিও প্রতিস্থাপিত করতে হবে। সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় নিয়ন্ত্রণের বিষয়টি আরও উন্নত পর্যায়ের হতে হবে।”


 

spot_img

Related articles

সরকারি জমির রেকর্ড এবার অনলাইনে, ‘বাংলার ভূমি’ পোর্টালে মিলবে সব তথ্য

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর ও দখল রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে ‘বাংলার ভূমি’ পোর্টালের...

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...