Saturday, January 10, 2026

বাঁকুড়া কি রাজ্যের বাইরে? ‘বহিরাগত’ তকমা উড়িয়ে প্রচার শুরু সায়ন্তিকার

Date:

Share post:

বিধানসভা ভোটের ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের প্রায় সব তারকা প্রার্থীরা। ঘটা করে মনোনয়ন জমা দিয়েছেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। দলীয় প্রচারে আসানসোলের রাস্তায় নেমে পড়েছেন সায়নী ঘোষ। অন্যদিকে বিধানসভা ভোটের প্রচারপর্ব সারতে মঙ্গলবার বাঁকুড়ায় পা দিলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় পা দিয়েই মানুষের ভিড়ে মিশে গেলেন, চুটকি বাজিয়ে নিজের ছবির ডায়লগ আওড়ালেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। শহরে আসার পর থেকেই কার্ষত জনস্রোতে ভাসছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়ায় এসেই মহামায়া মন্দিরে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দিয়ে তিনি যান বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক প্রয়াত কাশীনাথ মিশ্রর বাড়িতে। সেখানে তাঁর পরিবারের সাথে দেখা করার পর তিনি বাঁকুড়ার তৃণমূল ভবনে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে নিজের সিনেমার ডায়লগ দিয়ে বিজেপিকে সাবধান করে দেন সায়ন্তিকা।  ‘মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফুঁ দিয়ে খা’। তাঁর অভিনীত এক জনপ্রিয় ও হিট ছবির ডায়ালাগের সঙ্গে নিজের দলের স্লোগান যোগ করে তিনি বলেন, ‘বিজেপি এখান থেকে গুটিয়ে পালা’। পরে আবার বলেন ‘খেলা হবে’।

বাঁকুড়ার কাঠফাটা গরমে প্রচারে কোনও সমস্যা হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০২০র আমফান কিছু করতে পারেনি। আর গরম! ধ্যাৎ… আর গরম কোনো বিষয়ই নয়। সুকৌশলে বহিরাগত ইস্যুকেও উড়িয়ে দিলেন সায়ন্তিকা। তিনি বলেন, আমি বহিরাগত কিনা তা বাংলার মানুষ জানেন। আমাকে সায়ন্তিকা তৈরী করেছে বাংলার মানুষ। বাঁকুড়া কি বাংলার বাইরে?

বিধায়ক নির্বাচিত হলে বাঁকুড়ার মানুষ আপনাকে পাশে পাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময় বলবে। নিজের কাজ দিয়ে তা প্রমাণ করবো। একই সঙ্গে বিরোধীদের কাউকেই তিনি তাঁর যোগ্য প্রতিদ্বন্দী মানতে নারাজ। কারণ তার সামনে রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককথায় বিজেপিকে বাংলা ছাড়ার নিদান দিয়েই নিজের প্রচার শুরু করলেন সায়ন্তিকা।

আরও পড়ুন- বাংলায় কোনও বোমা তৈরির  কারখানা নেই, ‘আরটিআই’ এর ভিত্তিতে শাহের ‘মিথ্যা’ ধরল তৃণমূল

Advt

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...