Tuesday, August 26, 2025

হাসপাতালে গিয়েও তথাগত , শমীকের সঙ্গে দেখা হল না মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার অসুস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee Injured In Nandigram)  দেখতে হাসপাতালে (SSKM) গিয়েছিলেন তথাগত রায়,(Tathagata Roy), শমীক ভট্টাচার্যরা (Shamik Bhattacharya)। কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে  মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনই কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এদিকে দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে  পড়েন  বিজেপি নেতৃত্ব (Bengal BJP)।

 

বৃহস্পতিবার মমতাকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান তথাগত রায় ও শমীক ভট্টাচার্য। বিজেপি নেতাদের আসতে দেখেই উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে অনেক বিজেপি নেতাই টুইট করেছেন। তবে এই প্রথম মমতাকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, তথাগত রায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় তারা কিছু পরে বেরিয়ে আসেন। হাসপাতাল থেকে বেরিয়ে আসার মুখে তাঁদের দেখে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। হাসপাতাল চত্বরেই ওঠে গো ব্যাক স্লোগান। সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ সক্রিয় হয়ে ওঠে। উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকদের হাসপাতাল চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরাও অনুরোধ করেন, হাসপাতালে যাতে শান্তি রক্ষা করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

 

 

বুধবার রাতেই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে দেখে বিক্ষোভ দেখানের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনকি রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগও ওঠে। তৃণমূলের তরফে অভিযোগ, এ পর্যন্ত এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিংবা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কোনও প্রতিক্রিয়া কোনও প্রতিক্রিয়া করেননি। যদিও এ বিষয়ে মুখ খুলেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য, “জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে এমন ঘটনা ঘটল তার তদন্ত হওয়া দরকার।” মমতার নিরাপত্তা দিতে রাজ্য পুলিশ ব্যর্থ বলে মন্তব্য করেন দিলীপবাবু।

Advt

spot_img

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...