দ্বিতীয় ও তৃতীয় দফার ( 3rd & 4th phase) প্রার্থী পদ ঘোষণার ঘন্টা খানেকের মধ্যেই বিজেপিতে (BJP) ধাক্কা। চরম বিড়ম্বনায় বিজেপি। প্রাক্তন সাংবাদিক এবং বিজেপির বুদ্ধিজীবী মহলে পরিচিত নাম রন্তিদেব সেনগুপ্ত (Rantideb Sengupta) প্রার্থী হতে চান না। দলীয় নেতৃত্বকে তিনি সে কথা সাফ জানিয়ে দিয়েছেন।

রবিবার রাজ্য বিধানসভা ভোটে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করে বিজেপি। তৃতীয় দফার ২৭টি এবং চতুর্থ দফা ভোটের ৩৬টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে দেখা যায় হাওড়া দক্ষিণে প্রার্থী করা হয়েছে রন্তিদেব সেনগুপ্তকে।
কথা জানার পরেই রন্তিদেব জানান, আমার সঙ্গে দলের কেউ কথা বলেননি, কিংবা আমি কারওর কাছে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করিনি। ফলে এটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত। আমি এই নির্বাচনে লড়তে চাই না। হাওড়া দক্ষিণে (Hiwrah south) প্রার্থী খুঁজে নিক দল।

আরও পড়ুন:তারকা, দলবদলু থেকে কেন্দ্রীয় মন্ত্রী, দেখে নিন বিজেপির তৃতীয়- চতুর্থ দফার প্রার্থী তালিকা

কেন এই সিদ্ধান্ত? রন্তিদেবের সাফ কথা, এটা আমার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি ভোটের লড়াইয়ে থাকতে চাই না। তবে দলের হয়ে পুরো প্রচার পর্বে থাকব সাধ্যমতো।
