Monday, August 25, 2025

অতিথি অধ্যাপক নীতা আম্বানি, ছাত্র বিক্ষোভ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে

Date:

Share post:

মুকেশ আম্বনির স্ত্রী নীতা আম্বানিকে অতিথি অধ্যাপক হ ওয়ার প্রস্তাব দিয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি (BHU)। কিন্তু এই খবর জানাজানি হতেই তুমুল হইচই শুরু হয়ে যায় ইউনিভার্সিটি চত্বরে । নীতা আম্বানির (Nita Ambani) অতিথি অধ্যাপক হওয়া নিয়ে তুমুল ছাত্র বিক্ষোভ শুরু যায় । যার আঁচ গিয়ে পড়ল উপাচার্যের বাড়ির সামনেও।  প্রস্তাবের বিরোধিতা করে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বেনারস হিন্দু ইউনিভার্সিটির বেশ কয়েকজন পড়ুয়া। ৪০ জন পড়ুয়ার একটি দল উপাচার্য রাকেশ ভাটনাগরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং একটি স্মারকলিপি জমা করেন।তাঁদের অভিযোগ, নীতা আম্বানিকে অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাব দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে  বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে রিলায়্যান্স ফাউন্ডেশনের এগজ়িকিউটিভ ডিরেক্টর নীতা আম্বানিকে বিএইচইউর অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বিষয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান কৌশল কিশোর শর্মা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গবেষণামূলক কাজ করে বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “আমরা রিলায়েন্স ফাউন্ডেশনকে চিঠি পাঠিয়ে নীতা আম্বানিকে মহিলা শিক্ষা বিভাগে অতিথি অধ্যাপক হিসেবে আসার প্রস্তাব দিয়েছিলাম। আমরা নীতা আম্বানিকে ডেকেছি কারণ, রিলায়্যান্স নারীর ক্ষমতায়নে অনেক কাজ করেছে। শুধু নীতা আম্বানিকে প্রস্তাব পাঠালেও আরও দু’টি নাম বিবেচনা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও দু’জন অতিথি অধ্য়াপক হিসেবে আসার কথা আছে শিল্পপতি গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানি ও লক্ষ্মী মিত্তলের স্ত্রী উষা মিত্তলের। তবে পড়ুয়ারা নীতা আম্বানির কাছে এই প্রস্তাব যাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। আন্দোলনকারীদের একাংশের মত, যদি নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ নিয়ে কথা হয়, তাহলে অতিথি অধ্যাপক হিসেবে ডাকা হোক অরুনিমা সিনহা, মেরি কম, কিরণ বেদিদের। তাঁদের মতে, ‘শিল্পপতিদের স্ত্রী হলেই আইকন হওয়া যায় না।’

Advt

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...