ভোটের ময়দানেও প্রচারের শেষ দিনে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট করলেন গৌতম গম্ভীর। প্রচারের শেষ দিনে সোনামুখী এবং বাঁকুড়াতে র্যালি করেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার। মোট আট দফার নির্বাচনের প্রথম পর্যায়ে প্রচারের শেষ দিনে বাঁকুড়া ও সোনামুখীতে এসে র্যালির মাধ্যমে উন্নয়নের বার্তা দিয়ে গেলেন বিজেপি সাংসদ গম্ভীর। তিনি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছর ধরে খেলেছেন। মানুষ সেটা খুব ভালো মতোই বুঝতে পারছে। এটা হল বিজেপি সরকারকে তুচ্ছ করে তাদের জবাব দেওয়ার আসল সময়।’ সেই সঙ্গে সোনার বাংলা গড়ার অঙ্গীকারও করেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।
এমনকি তৃণমূলের বিধায়কদেরও আক্রমণ করে গম্ভীর দাবি করেন, বিজেপি সত্যিকারের লোকদেরই প্রার্থীর টিকিট দিয়েছে। সমাজের সব ধরনের লোকদেরই টিকিট দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৭ তারিখ থেকে বাংলায় শুরু হচ্ছে ভোট পর্ব। ৮ দফায় লড়াই হবে ২৯৪টি আসনের জন্য। মে মাসের ২ তারিখ হবে নির্বাচনের ফল ঘোষণা। তারপরই বোঝা যাবে কে বসবে বাংলার মসনদে।
