Monday, November 3, 2025

বাঘমুন্ডি-বিষ্ণুপুরে অমিত সভায় ফাঁকা মাঠ! ভোটের আগে কপালে ভাঁজ বিজেপি নেতাদের

Date:

Share post:

ভোটবঙ্গে এবার ডান-বাম সব পক্ষের মুখেই “খেলা হবে…” স্লোগান। এবার সেই “খেলা” শুরু হলো বলে! কয়েকঘন্টার অপেক্ষা, রাত পোহালেই রাজ্যের পাঁচ জেলার ৩০টি আসনে প্রথম দফার ভোট। তার আগে শেষ ল্যাপে প্রচারে ঝড় তুলতে গিয়ে কার্যত বিড়ম্বনার মুখে পড়ল গেরুয়া শিবির। প্রথম দফায় ভোটের ৪৮ ঘন্টা আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Sah) দিয়ে চার জেলায় সভা (Rally) করল বিজেপি (BJP)। কিন্তু মাঠ ভরাতে পারলো না। রাজ্য ও জেলা নেতৃত্বের চোখে মুখে কার্যত হতাশার ছবি।

পূর্ব মেদিনীপুরের মেচেদা, ঝাড়গ্রামের সাঁকরাইল, বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur) দলীয় প্রার্থী ও পুরুলিয়ার বাঘমুণ্ডিতে (Banmundi) জোটসঙ্গী আজসু প্রার্থীর সমর্থনে সভা করেন অমিত শাহ। বাঘমুণ্ডিতে তিনি বক্তব্য রাখার সময় সভাস্থল ফাঁকাই (Empty Ground) ছিল। ভোটের কয়েক ঘন্টা আগে অমিত সভার এমন চিত্র দেখে অস্বতিতে গেরুয়া শিবির।

বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রে জোটসঙ্গী আজসু প্রার্থী আশুতোষ মাহাতর সমর্থনে কুশলডি মাঠে অমিত শাহের সভা ভরাতে পারেনি বিজেপি। মহিলাদের জন্য চেয়ারের অর্ধেকের বেশি খালি ছিল। সভাস্থলের এদিক-ওদিক দলীয় কর্মী-সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সেভাবে কালো মাথার ভিড় জমাট বাঁধেনি। শুধু তাই নয়, বাঘমুণ্ডি এলাকার বিজেপির অনেক পরিচিত মুখকেই এদিনের সভায় দেখা যায়নি। একইভাবে বিষ্ণুপুর শহরের তুড়কি ময়দানের সভাতেও ভিড় সেভাবে হয়নি। উৎসাহ নজরে পড়েনি।

অমিত শাহের মতো হেভিওয়েট নেতার সভা। তাতেও কেন লোক নেই। কপালে ভাঁজ বিজেপি নেতাদের। সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যেই জেলা নেতৃত্বের রিপোর্ট তলব করা হয়েছে।

Advt

 

spot_img

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...