ইংলিশ প্রিমিয়ার লিগে ( epl) অঘটন । শনিবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের( West Bromwich Albion F.C.) কাছে ২-৫ গোলের ব্যবধানে হারল চেলসি( chelsea) । ইপিএলে এই প্রথম ঘরের মাঠে কোনও প্রতিপক্ষের কাছে পাঁচ গোল খেল তারা।

১৯৯৫ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। তারপর ২০২১ এ ব্রমউইচের কাছে এই ব্যবধানে হার।

ম্যাচে এদিন ২৭ মিনিটে গোল করে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিক। তবে এরই মধ্যে ঘটে বিপত্তি। ম্যাচের ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন থিয়েগো সিলভা। এরপর ১০ জনের চেলসির ওপর একের পর এক আক্রমণ চালায় ওয়েস্ট ব্রম। তবে এই ব্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধে ইনজুরি টাইমে ওয়েস্ট ব্রমের হয়ে সমতা ফেরান ম্যাথিউস পেরেইরা। এরঠিক দু মিনিটের ব্যবধানে ওয়েস্ট ব্রমকে ২-১ এ এগিয়ে দেন তিনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনাত্মক খেলতে শুরু করে ওয়েস্ট ব্রম। ৬৩ মিনিটে ওয়েস্ট ব্রমের হয়ে ৩-১ করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা রবিনসন। ৬৮ মিনিটে ৪-১ করেন দিয়াগনে। ৭১ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন পরিবর্ত হিসাবে নামা ম্যাসন মাউন্ট। ম্যাচের ইনজুরি টাইমে ওয়েস্ট ব্রমের হয়ে ৫-২ করেন রবিনসন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস