Monday, November 10, 2025

করোনা আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে, বঙ্গে আর প্রচারে আসবেন না যোগী

Date:

Share post:

স্টার ক্যাম্পেইনার হিসেবে বঙ্গ দখলের লড়াইয়ে যোগী আদিত্যনাথের ওপর অনেকটাই ভরসা রেখেছিলো কেন্দ্রীয় বিজেপি(BJP)। বিগত চার দফা নির্বাচনে রাজ্যের নানা প্রান্তে দাপটের সঙ্গে নির্বাচনী প্রচার করে গিয়েছেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এহেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন সেল্ফ আইসোলেশনে। ফলস্বরূপ বঙ্গে আর নির্বাচনী প্রচারে আসা হচ্ছে না তাঁর।

বুধবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এনেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারে তিনি লেখেন, ‘প্রাথমিক লক্ষণ ধরা পড়ার পর আমি করোনা টেস্ট করাই। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে আমি সেল্ফ আইসোলেশনে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি। এবং সহকারী সমস্ত কাজকর্ম ভার্চুয়ালি সম্পন্ন করছি।’ একই সঙ্গে আরও একটি টুইটে তিনি লেখেন, ‘বিগত কয়েক দিনে যে সমস্ত ব্যক্তি আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে অনুরোধ করব তারা তাদের কোভিড টেস্ট করান।’

ঠিক এখান থেকেই আসছে দুশ্চিন্তা। গত কয়েকদিনে দাপটের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রচার করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সুবাদে বাংলায় একাধিক বিজেপি নেতাদের সংস্পর্শে এসেছেন তিনি। ফলস্বরূপ তাঁর সংস্পর্শে আসা বঙ্গ বিজেপি নেতাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক নয়। ফলে বলা যেতেই পারে যোগীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাংলার জন্যও বেশ উদ্বেগজনক।

উল্লেখ্য, শুধু যোগী আদিত্যনাথ নন, বুধবার করোনা আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে গিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা সুপ্রিমো আখিলেশ যাদব। বুধবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশে আনেন তিনি। প্রসঙ্গত সম্প্রতি কুম্ভ মেলা থেকে ঘুরে এসেছেন এই সপা নেতা অখিলেশ যাদব।

Advt

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...