Friday, November 7, 2025

বাংলার মনীষীদের জড়িয়ে কুৎসিত রাজনৈতিক বিজ্ঞাপন, আইনি নোটিশ আমূলকে

Date:

Share post:

ভাজপার রাজনৈতিক স্লোগানকে আমূলের বিজ্ঞাপনের ট্যাগলাইন হিসাবে ব্যবহারের পাশাপাশি তাতে ব্যবহার করা হলো রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের মতো বাংলার প্রথিতযশা মনীষীদের। যা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে ভোটের আবহেও। আমূল সংস্থার এই কীর্তিতে রীতিমতো চটে লাল বাংলার মানুষ । নিশ্চয়ই ভাবছেন কী করেছে আমূল? পয়লা বৈশাখ উপলক্ষে এস এস আইডিয়া সংস্থাকে দিয়ে একটি ডিজিটাল বিজ্ঞাপন বাজারে ছেড়েছে আমূল সংস্থা। মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মতো মনীষীদের দিয়ে সুকৌশলে বলানো হয়েছে যে আমূল পরিবর্তন চায় বাংলা। সংবাদপত্রের প্রাক্তন প্রকাশক ও আইনজীবী জ্যোতিপ্রকাশ খান ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আমূলকে আইনি নোটিশ পাঠিয়েছেন। যেভাবে কুরুচিকর এই বিজ্ঞাপনে বাংলার মনীষীদের ব্যবহার করা হয়েছে তা নিয়ে রীতিমতো সোচ্চার বাংলা সুশীল সমাজ। বরং তাদের দাবি , ওরা গুজরাটে গিয়ে সর্দার প্যাটেল অথবা মহারাষ্ট্রে শিবাজীকে নিয়ে এই ধরনের বিজ্ঞাপন তৈরী করে দেখাক। তাহলে বুঝবো ওদের বুকের পাটা আছে।

বিজ্ঞাপন নির্মাতাদের পক্ষ থেকে সৌভিক মিশ্র জানিয়েছেন, বিজ্ঞাপনটি মোটেই ভুয়ো নয়। তারাই এই বিজ্ঞাপনটি তৈরি করেছেন ।
সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আমৌলের মতো একটি সংস্থা শেষ পর্যন্ত ভাজপার কাছে নতি স্বীকার করল। ইনসিডেন্ট টপিক নিয়ে গত পঞ্চাশ বছর ধরেই বিজ্ঞাপন তৈরি করছে আমূল। এবং তা অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সেই বিজ্ঞাপনগুলি সবই সম্পূর্ণ অরাজনৈতিক এবং হিউমার নির্ভর। কিন্তু যে বিজ্ঞাপনটি নিয়ে এত সমালোচনা তা কেন তৈরি করল আমূল তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই গুজরাতি সংস্থাটি শেষ পর্যন্ত ভাজপার কাছে নতি স্বীকার করায় এবং তার বিজ্ঞাপনে বাংলার মনীষীদের ব্যবহার করে বাঙালিকে যে অপমান করেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন আট থেকে আশি সবাই।

রাজনৈতিক দলগুলির মতে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ভাজপা। বিদ্যাসাগর, বিভূতিভূষণের মূর্তি ভাঙতেও পিছপা হয়নি তারা। রবীন্দ্রনাথের বুলি আউড়ে, কিছু বাংলা কথা বলে তারা বাঙালি সাজার চেষ্টা করছে। আর পরিবর্তনে শ্লোগান দিচ্ছে। শেষ পর্যন্ত আমূল তাদের সেই শ্লোগানকে সঙ্গী করল তাদের বিজ্ঞাপনে, যা শুধুমাত্র নিন্দনীয় নয় অপমানকর। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ থাকলেও, বাঙালিরা কিন্তু মোটেই পিছু হাটতে রাজি নয়। তারা এর শেষ দেখে ছাড়তে চায়।

Advt

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...