আজ রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচন চলছে ৷ তবে অনান্য দফার মতো অষ্টম দফাতেও একাধিক এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতেই থাকে ৷
কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হল সংবাদমাধ্যম। কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূল প্রার্থী একটি বুথ পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করে। আক্রান্ত হন সিক্স টিভির চিত্র সাংবাদিক বিনয় মণ্ডল । তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়। জওয়ানদের লাঠির আঘাতে আহত হন তিনি । জওয়ানদের রোষ নজর থেকে বাদ পড়েননি মহিলা সাংবাদিকরাও । অনেকেরই মোবাইল ও ক্যামেরা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ।
