নিরাপত্তা ছাড়তে চেয়ে শাহকে চিঠি লকেটের

বিধানসভা ভোটে হেরেছেন। কিন্তু তিনি সাংসদ। তা সত্ত্বেও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ছাড়ার আর্জি জানিয়ে চিঠি পাঠালেন বিজেপি (Bjp) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। হুগলি (Hoogli) লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি পাঠিয়ে তিনি নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? চিঠিতে লকেট লিখেছেন, জেলায় জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় তিনি নিজের জন্য নিরাপত্তা চান না।

এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন লকেট। তাঁকে নিরাপত্তা দেওয়ার ভার ছিল সিআইএসএফ-এর (Cisf) উপর। নির্বাচনের পরে অশান্তির অভিযোগ তুলে দলের ৭৫ জন বিধায়ককেই নিরাপত্তা দিতে চেয়েছিল বিজেপি। যদিও ১৫ জন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কোভিড (Covid) পরিস্থিতির মধ্যে মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে এড়াতে চাইছেন অনেকে। নিরাপত্তারক্ষী নিয়ে কোনও এলাকায় গিয়ে ফিরে আসার পর বিজেপিকর্মীরা আক্রান্ত হন এটা চাইছেন না কেউ কেউ। তাই নিরাপত্তা নয়, সাংগঠন মজবুত চাইছেন তাঁরা। অনেকের মতে সেই রাস্তায় হেঁটেই নিরাপত্তা ছাড়তে চান লকেট চট্টোপাধ্যায়।

Advt