হাইকোর্টে বিচারপতির প্রশ্নে বেকায়দায় CBI

নারদ-মামলার শুনানিতে সোমবার বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের প্রশ্নে CBI অস্বস্তিতে। বিচারপতি CBI-এর কাছে জানতে চাইলেন, “আপনারা চার্জশিট জমা করেছেন বলছেন, চার্জ কি ফ্রেম করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে? বিচারপতি জানতে চাইলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আগে কোনও সময় এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল?
উত্তরে CBI জানিয়েছে, ” না, চার্জ ফ্রেম করা হয়নি৷ এদের আগে গ্রেফতারও করা হয়নি৷”