Wednesday, November 5, 2025

রাজ্যের সঙ্গে এবার সংবাদমাধ্যমকেও এক হাত নিলেন দিলীপ

Date:

Share post:

রাজ্য সরকার যখন ইয়াস মোকাবিলায় নানা পদক্ষেপে ব্যস্ত, তখন দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের ভুল খবরের পাশাপাশি সরকারের ত্রুটি ধরে সমালোচনায় ব্যস্ত। মূল আক্রমণ মিডিয়ার বিরুদ্ধে।পাশাপাশি তাঁর সাফ কথা, লকডাউন করে মোটেই সংক্রমণ কমেনি। আর কী বললেন বিজেপি রাজ্য সভাপতি?

১. ইয়াস মোকাবিলায় মোটেই তিনি সরকারের প্রশংসা বা সমালোচনা কোনওটাই করেননি।

২. কৃষকনিধি সম্মান কেন্দ্রকে মোটেই দিতে নিষেধ করিনি। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, রাজ্যের তালিকা ভাল করে স্ক্রুটিনি করতে।

৩. রাজনৈতিক হিংসায় দলের যারা বেঘর হয়েছে তাদের তালিকা মুখ্যসচিব পাঠাতে বলেছিলেন। পাঠিয়েও উত্তর পাইনি।

৪. বিধায়কদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার খবর ভুল। ভোটের আগে বেশ কিছু নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়। ভোটের পর ১০মে সেই নিরাপত্তা তোলার কথা ছিল। দিলীপ জানান, নিজে অনুরোধ করে মে পর্যন্ত তা বৃদ্ধি করেছেন।

৫. মুখ্যমন্ত্রী বলছেন, ইয়াসে বাঁধ ভেঙেছে ১৩৪টি। কোথা থেকে হিসেব পেলেন? আমরা চাই কেন্দ্র টাকা দিক সরাসরি। রাজ্যকে নয়।

৬. সুন্দরবন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ম্যানগ্রোভ না লাগিয়ে সেখানে সরকারি দলের নেতারা ভেড়ি তৈরি করছে। রাজীব ব্যানার্জি করার চেষ্টা করায় তাঁকে সরানো হয়।

৭. রাজ্য সরকার মালদহ সহ গঙ্গা বা অন্য নদীতে বাঁধের কাজ করেনি। বৃষ্টি আসে, পাড় ভাঙে, বোল্ডার ফেলা হয়। কেন একই কাজ প্রতিবার?

৮. গত বছর মুখ্যমন্ত্রী ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কথা বলেন। অথচ এক বছরে ৫ লক্ষের বেশি লাগানো সম্ভব নয়। ম্যানগ্রোভের কী হলো, জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অ্যাম্বুলেন্স নিয়ে করোনা রোগীদের দুয়ারে দেবশ্রী, কোভিড যোদ্ধাকে কুর্নিশ জলপাইগুড়িবাসীর


Advt

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...