Saturday, August 23, 2025

উহানের গবেষণাগারেই তৈরি করোনাভাইরাস! এবার নথি-সহ দাবি গবেষকদের

Date:

Share post:

প্রায় দু বছর ধরে নভেল করোনাভাইরাসের দাপটে কাঁপছে বিশ্ব। বহু গবেষক আগেও দাবি করেছিলেন করোনাভাইরাসের উৎসস্থল উহানের ল্যাবরেটরি। এই ভাইরাসের সৃষ্টি প্রাকৃতিক পরিবেশে নয়। এবারও ব্রিটিশ অধ্যাপক আঙ্গাস ডালগ্লেইস ও নরওয়ের বিজ্ঞানী বিরজার সোরেনসনের গবেষণায় উঠে এসেছে একই তথ্য। গবেষকদের দাবি, নভেল করোনাভাইরাসে এমন কিছু চারিত্রিক দিক দেখা গিয়েছে, যা শুধুমাত্র ল্যাবেরটরিতেই তৈরি করা সম্ভব।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই দুই বিজ্ঞানী দাবি করেছেন, ২০২০ সালে কোভিড টিকা তৈরির জন্য নভেল করোনাভাইরাসটির বিশ্লেষণ করেছিলেন তাঁরা। তাঁদের দাবি, সেই সময় উহানের ওই ল্যাবরেটরিতে একটি প্রজেক্টের কাজ চলছিল। সেই প্রজেক্টিতে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। ডালগ্লেইস এবং সোরেনসেনের দাবি, চিনা বিজ্ঞানীরা বাদুড়ের দেহ থেকে প্রাপ্ত সার্স কোভ-২ ভাইরাসটিতে আরও কিছু প্রোটিন স্পাইক যুক্ত করে দেন। তার ফলেই এতটা প্রাণঘাতী হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস।

আরও পড়ুন-জনসংখ্যার বৃদ্ধিতে লাগাম টেনে এবার চিনা দম্পতিদের ৩ সন্তানের অনুমতি সরকারের

ডালগ্লেইস এবং সোরেনসেনের দাবি, রেট্রো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভাইরাসটি তৈরি করা হয়েছে। শুধু তাই নয় ভাইরাসের চরিত্রও বদল করা হয়েছে। তাঁদের বক্তব্য, “উহানের যে ল্যাবরেটরিতে ভাইরাসটি তৈরি হয়েছিল, সেখানকার সমস্ত নথি নষ্ট করে দেওয়া হয়েছে। চিনের যে সমস্ত বিজ্ঞানীরা মুখ খুলতে চেয়েছেন তাঁদের মুখ বন্ধ করা হয়েছে।”

এই দুই বিজ্ঞানীর দাবি, কিছুদিনের মধ্যেই সমস্ত তথ্য সামনে আসবে। কিছুই আর গোপন রাখা যাবে না। কীভাবে উহানের ল্যাব থেকে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার প্রকৃত সত্য খুব শীঘ্রই আসবে বলে আশাবাদী তাঁরা। এর আগেও একাধিক গবেষকরা চিনের বিরুদ্ধে কথা বলেছিলেন তাঁরা দাবি করেছিলেন ভাইরাসটি বাদুড় থেকে ছড়ায়নি। ছড়িয়েছে উহানের ল্যাবরেটরি থেকেই। আর এবারও ব্রিটেন এবং নরওয়ের বিজ্ঞানীরাও একই দাবি করছেন। এরইসঙ্গে উহানের গবেষণাগার থেকেই যে ভাইরাসটি ছড়িয়েছিল সেই প্রমাণ পত্রও তাঁদের কাছে রয়েছে বলে দাবি করছেন তাঁরা।

Advt

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...