Saturday, November 8, 2025

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শীঘ্রই বাংলায় ঢুকছে বর্ষা

Date:

Share post:

ভ্যাপসা গরমে অতিষ্ট রাজ্যবাসী। প্রখর রোদের তাপ। এরই মধ্যে হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের জেরেই পশ্চিমবঙ্গে ঢুকবে বর্ষা। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে কেরলে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। পূর্বাভাস অনুযায়ী কেরল উপত্যকায় বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে যায় বৃষ্টি।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরেই বাংলায় ঢুকবে বর্ষা। ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। টানা ৪ মাস ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেও জানিয়েছিল ফের আরও একবার বলা হয়েছে ১০১ শতাংশ বৃষ্টিপাত হবে অর্থাৎ স্বাভাবিক বৃষ্টিপাত হবে দেশে। তবে স্বাভাবিক বৃষ্টিপাত হবে না উত্তর-পূর্ব ভারতে।

সম্প্রতি তৌকট ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত হয় কেরল সহ দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী এলাকায়। কিছুদিন আগে ইয়াস তাণ্ডব দেখায় দিঘা ও ওড়িশার সীমান্তবর্তী এলাকায়। হাওয়া অফিস আগাম জানিয়েছে, একেবারে বর্ষার কোর জোন এবং মধ্য ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবছর বর্ষার বলয় সক্রিয় এবং বঙ্গোপাসগরের উপর নিম্নচাপ বলয় তৈরি হলে এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-দ্রুত নিষ্পত্তি করতে বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সমস্ত মামলা এবার হাইকোর্টে

হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, সাধারণত বৃষ্টির পরিমাণ ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে থাকলেই সেটিকে স্বাভাবিক বলা হয়। সেই গড়ের হিসাবেই দেখা গিয়েছে ৪ শতাংশের হেরফের ভারতে বৃষ্টি হতে পারে ১০১ শতাংশের মতো। রিপোর্টে বলা হয়েছে, উত্তর ভারতে ৯২ থেকে ১০৮ শতাংশ, বৃষ্টি হতে পারে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে ৯৩ থেকে ১০৭ শতাংশ বৃষ্টি হতে পারে মধ্য ভারতে সর্বোচ্চ ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে ও উত্তর ভারতে সর্বোচ্চ ৯৫ শতাংশ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পরিমাণ বেশি বা কম বিচারের জন্য দীর্ঘকালীন গড়কে মানদণ্ড হিসাবে ধরা হয়। গত ১০ বছরে বৃষ্টির পরিমাণের গড় করে এই মানদণ্ড ঠিক করা হয়। ১৯৬১ থেকে ২০১০ সালের গড় হিসাব করলে দেখা যাবে, ভারতে স্বাভাবিক বৃষ্টির শতাংশের বিচারে ৮৮। তার থেকে সামান্য বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ বছর।

Advt

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...