Sunday, January 11, 2026

দেশে আমাদের প্রভাব না থাকলে বিজেপি এত ভীত কেন? তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ক্ষেত্রে দলের লক্ষ্য স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। প্রধান প্রতিপক্ষ যে বিজেপি (Bjp) তা প্রত্যেক ছত্রেছত্রে বুঝিয়ে দেন তিনি।

 

তৃণমূলকে (Tmc) সর্বভারতীয় দল বলা নিয়ে কটাক্ষ করে গেরুয়া শিবির। সোমবার, তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সরাসরি তার জবাব দেন অভিষেক। বলেন, তৃণমূল যদি সর্বভারতীয় দল না হয়, বাংলার বাইরে তাদের যদি কোনো সাংগঠনিক শক্তি নাই থাকে, তাহলে বিজেপির এত ভয় কীসের?

 

অন্যান্য রাজ্যে কীভাবে সংগঠন বিস্তার করবেন তিনি? এ প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “48 ঘণ্টাও হয়নি আমি দায়িত্ব নিয়েছি, ইতিমধ্যেই সারা দেশ থেকে দেড় লক্ষ চিঠি এসেছে। সেগুলো পড়ে আগামী দিনের কর্মপন্থার স্থির করতে একটু সময় লাগবে। তিন সপ্তাহ থেকে একমাসের মধ্যে আবার সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে জানাব”। তবে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট জানান, “যে রাজ্যে ভোট লড়তে যাব, একটি-দুটি আসনের জন্য যাব না। গেলে সেই রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই দলের লক্ষ্য হবে”।

 

অভিষেক বলেন, দিল্লির বশ্যতা স্বীকার না করে যেভাবে বাংলায় তৃণমূল জয় পেয়েছে, তাকে অভিনন্দন জানিয়েছে সারাদেশ। দেশের মধ্যে আশার আলো দেখিয়েছে বাংলা।

 

বিজেপিই কি প্রধান প্রতিপক্ষ? এ প্রশ্নের উত্তরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এটা কোন রাজ্যে তৃণমূলের সংগঠন বিস্তার হবে তার ওপর নির্ভর করছে। অন্য কোনও দলের সঙ্গে জোটের ক্ষেত্রেও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অভিষেক।

 

এদিন ফের আট দফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে দফা নির্ধারণ হয়েছিল। এই সিদ্ধান্তের জন্যেই করো না দ্বিতীয় ঢেউ তীব্র হয়েছে বাংলায়।

 

 

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...