Thursday, August 21, 2025

৩৭০ ধারা নিয়ে দিগ্বিজয়ের বিস্ফোরক মন্তব্য, ভাইরাল অডিও টেপ

Date:

Share post:

৩৭০ ধারা (Article 370) নিয়ে বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর (Digvijaya Singh)। অভিযোগ, পাক সংবাদমাধ্যমের এক সাংবাদিককে তিনি সাফ জানিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে ৩৭০ ধারা (Article 370) নিয়ে পুনরায় বিচার বিবেচনা করবেন। এই নিয়ে ক্লাব হাউস চ্যাটের একটি অডিও ফাঁস হয়। যে অডিওতে বর্ষীয়ান কংগ্রেস নেতাকে ৩৭০ ধারা (Article 370) নিয়ে মন্তব্য করতে শোনা যাচ্ছে।

দিগ্বিজয় সিংয়ের ভাইরাল হওয়া ওই অডিও পোস্ট টুইটারে শেয়ার করেন করেন বিজেপির সোশ্যাল মিডিয়া শাখার প্রধান অমিত মালব্য। ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দিগ্বিজয়কে বলতে শোনা যাচ্ছে,“৩৭০ ধারা বাতিল হওয়ার পরে কাশ্মীরে আর গণতন্ত্রের অস্তিত্ব নেই। সেখানে মানবিকতাও নেই। কারণ বহু লোককে বন্দি করা হয়েছে। কাশ্মীরিয়ত এমন একটা বিষয় যা ধর্মনিরপেক্ষতার সঙ্গে যুক্ত।” পরে তিনি বলেন, “কাশ্মীর একটি মুসলিম প্রধান রাজ্য। কিন্তু একসময় সেখানকার রাজা ছিলেন হিন্দু। তাঁরা একসঙ্গে শান্তিতে বাস করতেন। কাশ্মীরি পণ্ডিতদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এখন আর জম্মু-কাশ্মীর রাজ্যের অস্তিত্ব নেই। ব্যাপারটা খুবই দুঃখের। কংগ্রেস নিশ্চিতভাবেই এই সিদ্ধান্ত সম্পর্কে পুনর্বিবেচনা করবে।”

(এই ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ)

দিগ্বিজয়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির সম্বিত পাত্র বলেন, “আমি কংগ্রেসকে বলব, তারা নিজেদের দলের নাম রাখুক অ্যান্টি ন্যাশনাল পার্টি।” পাশাপাশি পুরো বিষয়টিতে সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর জবাবদিহির দাবি করেছেন তিনি। এছাড়াও কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং আবার বলেছেন, ‘কংগ্রেসের প্রথম ভালোবাসা হল পাকিস্তান।

বিজেপির সমালোচনার জবাবে দিগ্বিজয়ও কয়েকটি টুইট করেন। টুইটে তিনি লেখেন, “কংগ্রেসের লক্ষ লক্ষ অনুগামী মোদী-শাহ সরকারের বিরুদ্ধে লড়াই করবে। আরও একটি টুইটে তিনি বলেন, “হয়তো অশিক্ষিতরা শ্যাল আর কনসিডার শব্দদু’টির অর্থ জানে না।”

আরও পড়ুন- সব্যসাচীর “প্রত্যাবর্তন” জল্পনার মধ্যেই বিস্ফোরক সুজিত

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...