Thursday, November 13, 2025

GST কাউন্সিলের বৈঠকে কথা বলতেই দেওয়া হয়নি’, সীতারামনকে চিঠি অমিত মিত্রের

Date:

Share post:

‘GST পরিষদের বৈঠকে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি’।

শনিবার রাতে দেড় পাতার চিঠিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তাঁকে কথা বলতে না দেওয়ার অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

 

চিঠিতে অমিত মিত্র লিখেছেন, তাঁর পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু বৈঠকে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। উলটে উত্তরপ্রদেশের মন্ত্রীকে সুযোগ দেওয়া হয়েছে। ওই মন্ত্রী তাঁর মন্তব্য বাতিল করতে বলেন। চিঠিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী জানান, “GST পরিষদের বৈঠকের শেষে বক্তৃতা দেন সীতারামন। সেই সময় আমার একাধিক পর্যবেক্ষণ তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাতে আমার কথা উল্লেখও করেন তিনি৷ তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থমন্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও আমাকে সীতারামনের মন্তব্যের জবাব দিতে দেওয়া হয়নি”।

সীতারামনকে লেখা চিঠিতে রাজ্যের অর্থমন্ত্রী বলেছেন, “আমাকে কথা বলতে না দিয়ে আপনি উত্তরপ্রদেশের মন্ত্রীকে কথা বলার সুযোগ দেন। যিনি আমার নাম উল্লেখ করে আমার মন্তব্যের কিছু অংশে বাদ দিতে বলেন। আশ্চর্যজনকভাবে আপনি সেটা মেনেও নেন। আমি ভাবতেও পারিনি যে GST পরিষদের বৈঠকে এমন হবে, আমাকে কথা বলতেই দেওয়া হবে না৷ অথচ GST পরিষদের গত ৪৪টি বৈঠকে আমি সংযম ও ভদ্রতা বজায় রেখে চলেছি।” অমিত মিত্র অভিযোগ করেছেন, “এ ধরনের কাজ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিতেই কুঠারাঘাত করেছেন”৷

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর লেখা এই চিঠি নিয়ে সীতারামন এখনও কোনও মন্তব্য করেননি৷

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...