টাকা রাখুন সেভিংস অ্যাকাউন্টে। কারণ এখন থেকে সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদের প্রস্তাব আনল ইয়েস, আরবিএল এবং বন্ধন ব্যাঙ্ক। যখন দেশের বেশিরভাগ ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের উপর সুদ কমাচ্ছে, তখন সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদের সুযোগ করে দিল এই তিনটি ব্যাঙ্ক।
বন্ধন ব্যাঙ্কে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে সুদ দিচ্ছে ৩-৬ শতাংশ। তবে গ্রাহকদের অ্যাকাউন্টে কত টাকা আছে তার উপর ভিত্তি করেই এই সুদ দেওয়া হবে। গ্রাহকদের অ্যাকাউন্টে যদি ১ লক্ষ টাকা থাকে তা হলে বার্ষিক ৩ শতাংশ হারে সুদ দেওয়া হবে। যদি ১ লক্ষের বেশি থেকে ১০ লক্ষ পর্যন্ত টাকা থাকে তা হলে ৪ শতাংশ হারে, আবার ১০ লক্ষের বেশি থাকলে ৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
আরবিএল অবশ্য বন্ধন ব্যাঙ্কের থেকে বেশি হারে সুদ দিচ্ছে। অর্থ্যাৎ, তারা গ্রাহকদের বার্ষিক সাড়ে ৪ থেকে ৬.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা থাকলে সাড়ে ৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে, সেখানে ১ লক্ষ থেকে ১০ লক্ষ পর্যন্ত টাকা থাকলে ৬ শতাংশ হারে সুদ দেবে ব্যাঙ্ক। ১০ লক্ষের বেশি থাকলে তা হবে ৬.৫ শতাংশ।
অন্যদিকে ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের উপর ৪ থেকে সারে ৫ শতাংশ হারে সুদ দেবে।
