Saturday, December 20, 2025

লালগ্রহের মাটিতে নজরদারি চালাচ্ছে চিনা রোভার

Date:

Share post:

লালগ্রহে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেরাচ্ছে চিনা রোভার, ঝুরং। শুধু তাই নয়, ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চলছে গ্রহের পর্যবেক্ষণের কাজও। সম্প্রতি চিনের পাঠানো মঙ্গলযান , ঝুরং-এর এমনই ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে স্পষ্টতই দেখা গিয়েছে, রোভারের সোলার প্যানেলের দু’দিক থেকে বেরিয়েছে পাখির ডানার মতো দু’টি অংশ। এছাড়াও ওই সোলার প্যানেলের উপরে লাগানো রয়েছে একটি অত্যাধুনিক ক্যামেরা। সেই ক্যামেরার দু’টি লেন্স, দুটো চোখের মতো কাজ করছে। যা দিয়ে সর্বক্ষণ লালগ্রহের উপর নজরদারি চালাচ্ছে এই রোভারটি।
মে মাসের প্রথম দিকে মঙ্গলগ্রহের মাটিতে সফলভাবে অবতরণ করেছিল এই চিনা মঙ্গলযানটি। চিনা অগ্নি দেবতা, ঝুরং-এর নাম অনুসারে এই মঙ্গলযানের নাম রাখা হয়েছে। ২৪০ কিলোগ্রাম ওজনের সোলার পাওয়ার বা সৌরশক্তি সম্পন্ন ছ’চাকা যুক্ত চিনের মার্স রোভার ঝুরং প্রায় তিনমাস মঙ্গলগ্রহের বুকে থেকে পর্যবেক্ষণ চালাবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। লালগ্রহের পৃষ্ঠদেশের বিভিন্ন অংশের ছবিও তুলবে এই রোভার। এছাড়াও সেখানকার মাটি ও পাথর সংগ্রহ করে আনবে। রোভারের পাঠানো লালগ্রহের ভূপৃষ্ঠের বিভিন্ন তথ্য অনুসন্ধান করে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষাকরবেন বিজ্ঞানীরা। লালগ্রহে বিশেষত জল এবং প্রাণের সন্ধান করতেই সেখানে চিন এই মঙ্গলযানটি পাঠিয়েছে বলে জানা গেছে। চিনের জাতীয় স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যেই রোভারের পাঠানো বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে লালগ্রহের লালচে পৃষ্ঠদেশের উপর রোভারের চাকার দাগ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাকে চিনের তরফে মঙ্গলগ্রহের বুকে চিনের পদচিহ্ন বলে উল্লেখ করা হয়েছে।ইতিমধ্যেই সেখানে চিনের একটি বিশাল পতাকাও রাখা হয়েছে।

 

spot_img

Related articles

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...