ফের ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে তারাপীঠ মন্দির

আগামী বুধবার থেকে ফের খুলে দেওয়া উচ্ছে তারাপীঠ মন্দির (tarspeeth mandir) । করোনা সংক্রমনের (corona pandemic) জেড়ে প্রায় মাস খানেক এর মুখ বন্ধ ছিল তারাপীঠ মন্দিরের দরজা। মন্দির কমিটির সিদ্ধান্ত নিয়েছে এখন যেহেতু সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত। তাই বুধবার থেকে মন্দিরে ভক্তরা আবার আগের মতোই মায়ের দর্শন করতে আসতে পারবেন।

তবে মন্দির বন্ধ থাকলেও মায়ের নিত্যপূজা একদিনের জন্যও বন্ধ হয়নি। শুধুমাত্র লকডাউন বিধি মেনে ভিড় এড়াতে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে মন্দির খুলে গেলেও কিছু শর্ত আরোপ করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে কোন পুণ্যার্থী মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। মন্দির চত্বরে দাঁড়িয়ে ছবি তোলা বা সেলফি তোলা যাবেনা। কোভিড প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে। ঘন ঘন হাত ধোয়া। স্যানিটাইজার ও মাস্ক যথাবিহিত ব্যবহার করতে হবে।l