Thursday, August 21, 2025

আজ আরবানায় শুরু হচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্প, টার্গেট ৩ হাজার !

Date:

Share post:

এই মুহুর্তে যেটা প্রয়োজন , তা হল করোনার তৃতীয় ঢেউ আসার আগে, যতটা বেশি সম্ভব টিকাকরণের ব্যবস্থা । সেটাকে মাথায় রেখেই টিকাকরণ কর্মসূচির আয়োজন করেছে আরবানা। জুনের প্রথম সপ্তাহে প্রায় ১৩০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আরবানা র উদ্যোগে। এদের মধ্যে নব্বই শতাংশই ছিলেন আরবানার কর্মী। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে হাউসকিপিং, বাগানের মালি, প্রতিবেশী স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মী, এবং বেশ কিছু অনাথ শিশুকে এই ক্যাম্প থেকে ভ্যাকসিনের প্রথম ডোজটি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার ২২ জুন আরও বড় আকারে বিপদমুক্ত নিরাপদ কমিউনিটির লক্ষ্যে সকাল ১০ টায় ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু  হতে চলেছে আরবানায়। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স -এর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বিএনআরআই এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছে আরবানায়। এই ক্যাম্পের উদ্বোধন করবেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী । উপস্থিত থাকবেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা বিএনআরআই -এর ডিরেক্টর প্রদীপ সুরেখা, অ্যাপোলো হসপিটালের ডিরেক্টর চিকিৎসক মহেশ গোয়েঙ্কা, বিএনআরআই -এর ডিরেক্টর রাহুল টোডি এবং আরবানায় বসবাসকারী প্রথিতযশা ব্যক্তিত্বরা। থাকবেন আরবানার কমিটি মেম্বাররা এবং ইউএফএম -এর টিম মেম্বাররা।
প্রায় ৩০০০ জনকে এখান থেকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে আরবানা, এমনই জানিয়েছেন এখানকার কমিটির আধিকারিকরা। এদের মধ্যে আছেন কারখানা এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীরা এবং দিন আনা দিন খাওয়া মানুষরাও । আরবানায় সকাল ১০ টায় মঙ্গলবার শুরু হচ্ছে এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প। চিনার পার্ক অ্যাপোলো গ্রুপের অ্যাপোলো ক্লিনিক এই ভ্যাকসিনেশন দেওয়ার কাজে আরবানাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আরবানা কর্তৃপক্ষ জানিয়েছেন , দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অতিমারির আবহে তাদের প্রার্থনা, কোভিড মুক্ত পৃথিবী। যাতে তাদের ছাদের তলায় যারা আছেন, তারাও যেন নির্ভয়ে বিপদমুক্ত দিন কাটাতে পারেন। তাদের স্পষ্ট কথা, কোভিডের বিরুদ্ধে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে লড়তে হবে এবং তবেই এই ভাইরাসকে আমরা জয় করতে পারবো। তাই আমাদের চতুর্দিকের প্রত্যেককে সুস্থ রাখার লক্ষ্যেই আরবানার এই মহতী উদ্যোগ।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...