রাজ্যে করোনার (Corona) গ্রাফ নিম্নমুখী হতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হল কালীঘাট মন্দির (Kalighat Mandir)। তবে সম্পূর্ণ সরকারি বিধি-নিষেধ ও কোভিড প্রোটোকল (Kovid Protocal) মেনে মন্দিরে প্রবেশ করতে হবে ভক্তদের। কালীঘাট মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখা হবে মন্দির। ভক্তরা আগের মতোই ডালা হাতে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। করোনা বিধি মেনে পুজোতেও কোনও বাধা থাকছে না। এর আগে তারাপীঠ, তারকেশ্বর মন্দিরও খুলে দেওয়া হয়েছে।

মন্দির চত্বরে মাস্ক পড়া বাধ্যতামূলক। পুজো দেওয়ার লাইনে ভক্তদের মানতে হবে শারীরিক দূরত্ববিধি। কালীঘাট মন্দির খুলে দেওয়ায় খুশির হাওয়া ভক্তদের মধ্যে। খুশি মন্দির চত্বরের দোকানিরাও।
