Thursday, December 4, 2025

সুপ্রিম কোর্টে নারদ- ইস্যুতে মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি আগামী শুক্রবার

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দাখিল করা রাজ্যের মুখ্যমন্ত্রীর মামলার শুনানি হবে আগামী ২৫ জুন ৷ হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ হলফনামা নিতে অস্বীকার করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রী ৷ সেই মামলারই শুনানি হবে আগামী শুক্রবার ৷ মুখ্যমন্ত্রীর রুজু করা এই মামলাটি মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে নথিভুক্ত থাকলেও মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি অনিরুদ্ধ বসু৷ আইনি মহলের ধারনা, বিচারপতি বসু নিজে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে এই মামলার বিচার প্রক্রিয়ায় তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷ এমন আশঙ্কা থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। এর পরেই দ্রুততার সঙ্গে এদিনই মামলাটি পাঠানো হয় বিচারপতি বিনীত সারিন ও বিচারপতি দিনেশ মাহেশ্বরীর এজলাসে৷ নতুন এজলাস এদিনের শুনানিতে জানায় দাখিল করা হলফনামা খতিয়ে দেখা প্রয়োজন৷ সুতরাং এই মামলা শোনা হবে আগামী ২৫ তারিখ৷

 

প্রসঙ্গত, গত ১৭ মে নারদ-কাণ্ডে গ্রেফতার হন রাজ্যের ৪ নেতা-মন্ত্রী। ওই ঘটনার প্রতিবাদে নিজাম প্যালেসের CBI দফতরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা৷ CBI-এর অভিযোগ,ধর্নায় বসেন মুখ্যমন্ত্রীও। পাশাপাশি অভিযোগ, এই মামলার বিচার চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই ঘটনার পরেই CBI নারদ মামলা অন্যত্র সরানোর দাবি করে আদালতে৷ তাদের দাবি, প্রভাবশালীদের উপস্থিতির ফলে নিম্ন আদালতের শুনানি নিরপেক্ষ হয়নি এমন ধারণা তৈরি হবে জনমানসে। গত ২১ মে থেকে মামলা স্থানান্তর নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে চলছে শুনানি। এই মামলায় পক্ষভুক্ত করা হয় মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷

 

গত ৯ জুন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর তরফে হাইকোর্টে হলফনামা জমার দেওয়ার আবেদন জানান আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু CBI-এর আপত্তিতে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ফলে মুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রী তাঁদের বক্তব্য জানিয়ে হলফনামা পেশ করতেই পারেননি৷ মুখ্যমন্ত্রী মূলত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই হলফনামা জমা দেওয়ার আবেদন করেছিলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জানান, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেয়নি হাইকোর্ট।

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের ৯ জুনের নির্দেশ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী ৷

spot_img

Related articles

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...