Wednesday, November 5, 2025

টানটান ম‍্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট পাকা করল স্পেন

Date:

Share post:

ইউরোর কাপে ( euro cup) টানটান ম‍্যাচে ক্রোয়েশিয়াকে(croatia)  হারিয়ে শেষ আটের টিকিট পাকা করল স্পেন( Spain )। সোমবারের ম‍্যাচে এনরিকের দল ৫-৩ গোলে উড়িয়ে দিল লুকা মদ্রিচদের।

এমন ম্যাচ দেখতেই তো অপেক্ষা করে বসে থাকে ফুটবলপ্রেমীরা। সেই পরিচিত স্পেন, টাচ ও পাসের ভান্ডার তৈরি করে প্রতিপক্ষের লড়াইকে স্তব্ধ করিয়ে দেওয়ার দারুণ স্ট্র‍্যাটেজি। অপরদিকে দুই গোলে এগিয়ে থাকা স্পেনের বিরুদ্ধে দারুণ কামব্যাক ক্রোয়েশিয়ার। সোমবারের ম‍্যাচ যেন একেবারে সার্থক ফুটবলপ্রেমীদের জন‍্য। ম‍্যাচে শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে স্পেন বনাম ক্রোয়েশিয়া ম‍্যাচ। ম‍্যাচের ২০ মিনিটের মাথায় স্পেনের ফুটবলার পেদ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপরই যেন আক্রমণে ঝাঁঝ বাড়ায় স্প্যানিশ আর্মাডারা। ম‍্যাচের ৩৮ মিনিটের মাথায় গোল করে স্পেনের হয়ে সমতা ফেরান সারাবিয়া। ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও যেন স্পেনের সেই দাপট বজায় থাকে। ম‍্যাচের ৫৭ মিনিটে ফেরান টোরেসের ক্রস থেকে হেডে গোল করেন সেজার অ্যাজপিলিকুয়েতা।  আর ৭৬ মিনিটে ডিফেন্ডারকে টপকে গোল করেন স্পেনের হয়ে ৩-১ করেন ফেরান টোরেস। তবে এখানেই শেষ নয়। এরপই যেন দুরন্ত ক‍্যামব‍্যাক করে লুকা মদ্রিচের দল। ম‍্যাচের ৮৫ মিনিটে ক্রোয়েশিয়ার ২-৩ করেন ওরসিচ। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে করে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান পাসালিক। যার ফলে ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার সেই দাপট চোখে পড়ল না। ম‍্যাচের ১০০ মিনিটে গোল করে স্পেনকে ৪-৩ গোলে এগিয়ে দেন মোরাতা। এই গোলের পর যেন মনে হচ্ছিল বহু বিতর্কের জবাব দিলেন তিনি। এরপর ম‍্যাচের ১০৩ মিনিটে স্পেনের হয়ে পঞ্চম গোলটি করেন ওয়ারজাবাল। এরপর অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও জয়ের রাস্তা বের করতে ব‍্যর্থ হয় লুকা মদ্রিচের দল।

আরও পড়ুন:কোপা আমেরিকা কাপে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা, ৪-১ গোলে উড়িয়ে দিল বলিভিয়াকে

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...