রাফাল চুক্তিতে(rafal contract) দুর্নীতির অভিযোগ পেয়ে সম্প্রতি তদন্ত শুরু করেছে ফ্রান্স সরকার। এহেন পরিস্থিতিতে ফের একবার রাফাল কাণ্ডে তদন্তের দাবিতে সোচ্চার হয়ে উঠলো কংগ্রেস(Congress)। শনিবার সাংবাদিক বৈঠক করে রাফাল চুক্তিতে যৌথ সংসদীয় কমিটি (জেপিজি)-র তদন্তের দাবি জানালেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala )। সরাসরি মোদি সরকারকে(Modi government) তোপ দেগে তিনি জানিয়ে দিলেন, রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্রান্স(France)। রাষ্ট্রের মঙ্গলের জন্য ভারতেও তদন্ত হওয়া উচিত।

শনিবার সাংবাদিক বৈঠক করে সূর্যেওয়ালা জানান, ‘রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী যে অভিযোগ তুলেছিলেন তা সত্য প্রমাণিত হয়েছে। রাফাল নিয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ফ্রান্স এখন তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তের আওতায় রয়েছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট, রয়েছেন বর্তমান প্রেসিডেন্টও।’

আরও পড়ুন:‘আবার প্রশিক্ষণ!’ বিজেপির শিবির নিয়ে কটাক্ষ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের

শুধু তাই নয়, রাফাল কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলে তিনি জানান, ‘আদালত নয় গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে। তাহলেই প্রকাশ্যে আসবে কংগ্রেস আমলে যে চুক্তি হয়েছিল রাফাল বিমান কেনার জন্য হঠাৎ করে তার দাম কেন মোদি সরকারের আমলে বেড়ে গেল। দেশের স্বার্থেই জেপিসি তদন্ত হওয়া প্রয়োজন।’ পাশাপাশি রাফাল দুর্নীতির বিষয়টি যে কংগ্রেসের তরফে সংসদে উত্থাপন করা হতে পারে, এদিন সে বিষয়েও ইঙ্গিত দেন কংগ্রেস মুখপাত্র।
