Wednesday, August 27, 2025

বিনয়ের ইস্তফার পরে মোর্চার ওই গোষ্ঠীর কার্যকরী সভাপতি অনীত

Date:

Share post:

গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী আপাতত চালাবেন অনীত থাপাই। শুক্রবার কার্শিয়াঙে অনিত থাপার নেতৃত্বে দলের নেতাদের একটি সভা ওই সিদ্ধান্ত হয়। সভার পরে ঘোষণা করা হয়, যতদিন না কেন্দ্রীয় কমিটির সদস্যরা বৈঠকে বসে নতুন সভাপতি নির্বাচন করবেন, ততদিন মোর্চার ওই গোষ্ঠীর কার্যকরী সভাপতি হিসেবে কাজ চালাবেন অনীত থাপা।

মোর্চার অন্দরের খবর, ২০১৭ সাল থেকে বিমল গুরুংকে ছাড়াই পাহাড়ে শান্তি ফিরিয়ে নানা উন্নয়নমূলক কাজকর্ম করছেন অনীত থাপা। রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তাঁর। তিনি একতদিন বিনয় গোষ্ঠীর মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। বিনয় জিটিএ-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে বিধানসভা ভোটে দাঁড়ানোর পরে অনীতই সেই পদে মনোনীত হয়েছিলেন। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের আগে অনীতকে ওই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজ্যে তৃমমূল তৃতীয়বার ক্ষমতাসীন হওয়ার পরে অনীতকে ফের জিটিএ চেয়ারম্যান পদে মনোনীত করেনি। সেখানে জিটিএ-এর প্রশাসক হয়েছেন আইএএস সুরেন্দ্র গুপ্তা।

বৃহস্পতিবার বিনয় মোর্চার সাধারণ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে শুক্রবার দলের পতাকা বিমল গুরুংয়ের কাছে পাঠিয়ে জানিয়ে দেন, যিনি ওই দলের প্রধান ছিলেন তাঁর হাতেই সব দায়িত্ব তুলে দেওয়া হল। যা শোনার পরে বিমল গুরুং আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানিয়ে দেন, বিনয়কে সব সময় দলে স্বাগত। এর পরে অনীত থাপাকেও স্বাগত জানানোর কথা জানিয়ে দেন তাঁরা। কিন্তু, অনীত আপাতত এককভাবেই মোর্চার একটি গোষ্ঠী চালাতে চাইছেন। যদিও অনীত ও বিমল, দুই গোষ্ঠীর সাধারণ সমর্থকদের অনেকেই শোসাল মিডিয়ায় ফের একজোট হওয়ে পাহাড়ে রাজনীতি করার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...