সংসদের বাদল অধিবেশনে পেগাসাস, জ্বালানির মূল্যবৃদ্ধি, করোনা, কৃষি আইনের মতো ইস্যু তুলে কেন্দ্রকে কোণঠাসা করার ছক তৃণমূল-সহ বিরোধীদের।
পেগাসাস ইস্যুতে রাজ্যসভায় চেয়ারম্যানের টেবিল ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা।
এরই মাঝে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে এক সংবাদমাধ্যমের অফিসে হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা। এই ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মোদি-শাহ যে ভয় পেয়েছেন, তার আরও একটি প্রমাণ। যে সব সংবাদ মাধ্যমের মেরুদণ্ড রয়েছে, তারা শক্ত থাকুন।
