Sunday, January 11, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলার জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লোকসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গ পর্যাপ্ত টিকা পায়নি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে রাজ্যের জন্য আরও ভ্যাকসিন (Vaccine) চেয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকেল চারটে নাগাদ ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছন মমতা। আধ ঘণ্টা বৈঠক হয় প্রধানমন্ত্রীর সঙ্গে।

বৈঠক সেরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি সৌজন্যে বৈঠক। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেভাবে তাঁর কথা হয়নি। কলাইকুন্ডায় তাঁদের দেখা হয়েছিল। কিন্তু বৈঠক হয়নি। এদিন করোনা (Carona) পরিস্থিতি নিয়ে মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান তিনি। বলেন, রাজ্য করোনার ওষুধ এবং ভ্যাকসিন পেয়েছে ঠিকই কিন্তু বাংলার জনসংখ্যার তুলনায় তা পর্যাপ্ত নয়। আরো ভ্যাকসিন প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় ঢেউ এর আগে সবাইকে টিকা দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন মমতা।

একইসঙ্গে রাজ্যের নাম বদলের বিষয়টিও দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব বিষয় গুরুত্ব সহকারে দেখা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী বলেন, পেগাসাস নিয়ে সর্বদল বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক তদন্ত।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি জানান, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য RTPCR টেস্ট প্রয়োজন। আমার ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে। কিন্তু এখন টেস্ট কোথায় করাব? পরে রাষ্ট্রপতিজির সঙ্গে দেখা করব। উনি ভালো থাকুন। এটাই আমরা সবাই চাই”।

 

 

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...