Tuesday, August 26, 2025

গভীর রাতে জুতোর গোডাউনে আগুন, দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

মঙ্গলবার রাতে গড়িয়াহাট থানার (fire near Gariahat police station) অনতিদূরে একটি বহুতলের দোতলায় জুতোর গোডাউনে আগুন লাগে। দমকল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ আগুন লাগে। জুতোর গোডাউন (shoe godown) টিতে দাহ্য বস্তু ভর্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ১০ টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বহুতলের গ্রাউন্ড ফ্লোরে একটি জুতোর গোডাউন থেকে ধোঁওয়া বের হতে দেখে প্রথম দেখেন স্থানীয় এলাকাবাসীরা। গোডাউনে দাহ্য বস্তু মজুত থাকায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রথমটায় স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথমে ৬টি ইঞ্জিন এবং পরে আরও ৪টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই পাশাপাশি দমকলকর্মীরা বহুতলের বাসিন্দাদের সুরক্ষিতভাবে বাইরে বের করে নিয়ে আসেন।

রাতেই ঘটনাস্থলে যান রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, দমকলের ডেপুটি ডায়রেক্টর সনৎ কুমার মন্ডল । জানা গিয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। তবে দমকল ও পুলিশ তদন্ত শুরু করেছে। কেন আগুন লাগল তা নিয়ে বিস্তারিত খোঁজ চলছে। ওই জুতোর গুদামে কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখে দমকলের তরফ থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে দমকল সূত্রে জানানো হয়েছে।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...