দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে ভ্যাকসিনের দাবি জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ডিভিসির (Dvc) ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি হওয়ার অভিযোগ জানিয়ে চিঠি লেখার পরের দিন ভ্যাকসিন (Vaccine) চেয়ে মোদিকে চিঠি লিখলেন মমতা।

ভ্যাকসিন বৈষম্যের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা লেখেন, “ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই বিষয়ে আপনাদের অনেকবার চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান”।

প্রায় সাড়ে 10 কোটি জনসংখ্যার পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের অপ্রতুলতার কথা তিনি আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি পরিষ্কার লেখেন, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক কম ভ্যাকসিন পেয়েছে। “বাংলা বঞ্চিত হলে আমি নীরব দর্শক হয়ে বসে থাকব না।” এই বৈষম্য হওয়া কাম্য নয়। কেন্দ্রের নীতি অনুযায়ী প্রত্যেককেই নিখরচায় ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু পশ্চিমবঙ্গ তুলনায় পেয়েছে অনেক কম। রাজ্য সরকার উদ্যোগী হয়ে নিজেরাই প্রায় তিন কোটি রাজ্যবাসীকে ভ্যাকসিন দিয়েছে। এর মধ্যে প্রায় দু’কোটি কুড়ি লক্ষ প্রথম, 89 লক্ষ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ” দিনে বর্তমানে ৪ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্যে। আমরা দৈনিক ১১ লক্ষ ডোজ দিতে সক্ষম”। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে অতি দ্রুত পশ্চিমবঙ্গের মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ করতে হবে। এখন এই চিঠির কেন্দ্র কী জবাব দেয় সেটাই দেখার।

আরও পড়ুন:করোনা আবহেই ভক্তদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির
