Sunday, January 11, 2026

DW-র সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে খুন তালিবানের, নিখোঁজ আরও এক সাংবাদিক

Date:

Share post:

ডিডব্লুর ৩ জন সাংবাদিকের(journalist) খোঁজে বেশ কিছুদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল তালিবানরা(taliban)। এবার সাংবাদিককে না পেয়ে তাঁর পরিবারের এক সদস্যকে খুন করল তালিবানরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বর্তমানে ওই সাংবাদিক জার্মানিতে রয়েছেন বলে জানা গেছে। শুধু তাই নয় আফগানিস্থানে(Afghanistan) নিখোঁজ রয়েছেন আরও এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নেমাতুল্লাহ হেমাত।

এদিকে নিঃসংশয় হত্যাকাণ্ডের ঘটনায় জার্মান সরকারের কাছে অভিনন্দ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ডিডব্লিউয়ের ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ। এক চিঠিতে তিনি আবেদন করেছেন, ‘আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, আফগানিস্তানে আমাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, তালিবান সাংবাদিকদের সঙ্গে কী ধরনের আচরণ করছে। আমাদের হাতে আর সময় নেই। এখুনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’ এদিকে আফগানিস্তান দখলের পর তালিবান জঙ্গীরা বেছে বেছে সাংবাদিকদের হত্যা করছে বলে খবর পাওয়া গেছে। তুফান ওমর নামে রেডিও স্টেশনের এক প্রধানকে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা। খুন করা হয়েছে দুজন ট্রান্সলেটরকে। যারা জার্মানীর একটি সংবাদপত্রে নিয়মিত লিখতেন।

আরও পড়ুন:আফগানিস্তানের পরিস্থিতিতে ধরা ছোঁয়ার বাইরে পোস্ত!

শুধু তাই নয় তালিবান সংঘর্ষের সময় পুলিৎজার জয়ী ভারতীয় সংবাদিককে নৃশংস ভাবে খুন করেছিল তালিবানরা। যদিও সাংবাদিক বৈঠক করে তালিবানের তরফে জানানো হয়েছিল, যারা বিদেশিদের সঙ্গে কাজ করেছেন, তাদের উপর অত্যাচার করা হবে না। হত্যা করা হবে না। যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদেরকেও ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বাস্তব ছবি অন্যরকম। জানা যাচ্ছে রীতিমতো তালিকা তৈরি করে আফগানিস্তানে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে তালিবান।

advt 19

 

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...