Saturday, January 10, 2026

আত্মঘাতী চিকিৎসক! কুৎসার চেষ্টা বিরোধীদের, স্বজনপোষণ হয়নি: শান্তনু

Date:

Share post:

সরকারি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কুৎসা ছড়ানোর চেষ্টা বিরোধীদের। নিন্দা সবমহলে। ফেসবুক পোস্টের (Facebook Post) আধঘণ্টার মধ্যেই আত্মহত্যার চেষ্টা! অভিযোগ, আত্মঘাতী সরকারি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য (Doctor Abantika Bhattacharya)। আর সেই মৃত্যুকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়াতে নেমে পড়েছে বিরোধীরা। IMA-র রাজ্য সম্পাদক তথা তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “চিকিৎসকের মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু বদলির ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ মানছি না। রাজ্য সরকারের বদলি নীতি স্বচ্ছ”। উল্টে তিনি বলেন, সুবিধাজনক জায়গায় বদলির জন্য প্রক্রিয়া অনেক সরল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে, একটি মৃত্যু নিয়ে যেভাবে বিরোধীরা যেভাবে রাজনীতি করতে নেমে পড়েছে, সেটা অত্যন্ত নিন্দাজনক বলে মন্তব্য করেন শান্তনু সেন।

আরও পড়ুন-বিপ্লবের মন্ত্রিসভায় ব্রাত্য সুদীপ ও তাঁর ঘনিষ্ঠরা, বাড়ছে তৃণমূল যোগের জল্পনা

১৬ অগাস্ট বিকেল সাড়ে ৩টে নাগাদ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন অবন্তিকা ভট্টাচার্য। অভিযোগ, এই পোস্টের আধঘণ্টার মধ্যেই বেহালার বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএম-এ (SSKM) ভর্তি করা হয়। ষাট শতাংশ পোড়ার ক্ষত নিয়ে রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় ওই চিকিৎসকের।

৮ বছর মেদিনীপুর মেডিক্যাল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে সহকারি চিকিৎসক হিসেবে ছিলেন অবন্তিকা। সেখান থেকে তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ বদলি করা হয়। অবন্তিকার স্বামীও চিকিৎসক। তিনি মুর্শিদাবাদে কর্মরত। তাঁদের আট বছরের কন্যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।এই মৃত্যুর বিষয়ে অভিযোগ এলে তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন শান্তনু সেন।

advt 19

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...