Wednesday, August 27, 2025

বাংলাই পথ দেখায়: মমতাকে নকল, ঘর সামলাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুললেন হেল্প লাইন!

Date:

Share post:

“What Bengal Thinks Today, India Thinks Tomorrow” . যুগ যুগ ধরে চলে আসা এই জনপ্রিয় উক্তিটি ফের একবার সঠিক বলে প্রমাণিত হলো। ২০১৯ লোকসভা ভোটের পর বিভিন্ন সমস্যার সমাধানে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য “দিদি কে বলো” কর্মসূচি নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলাকে দেখাদেখি পড়শি রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও একই পথে হাঁটতে চলেছেন।

অথচ, একটা সময় বাংলায় এই বিজেপি “দিদি কে বলো” নিয়ে কটাক্ষ করেছিল। এখন তাদেরই শাসিত রাজ্য ত্রিপুরা বাংলার মুখ্যমন্ত্রীর সেই পথ নকল করে একই কর্মসূচি নিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেই একইভাবে হেল্পলাইন চালু করেছেন। ১৯০৫ এই নম্বরে সরাসরি ফোন করে ত্রিপুরাবাসী মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিজের সমস্যার কথা জানতে পারবেন। চলতি মাসের ৬ তারিখ থেকে চালু হতে চলেছে এই বিশেষ হেল্পলাইন নম্বর। যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিজের সমস্যা সমাধানের জন্য আবেদন করতে পারবেন ত্রিপুরার সাধারণ মানুষ।

আরও পড়ুন:ভোট পরবর্তী অশান্তি : সিট-এর চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি

মনে করা হচ্ছে, “দিদি কে বলো” সাফল্য দেখে ত্রিপুরা সরকারের এই পদক্ষেপ। তবে এই হেল্পলাইন চালু করার কারণ হিসাবে অভিজ্ঞ মহল মনে করছে যে আসলে বিপ্লব দেবের জনপ্রিয়তা আগের থেকে অনেক কমে যাওয়ার কারণে এই প্রচার শুরু করছে ত্রিপুরা সরকার। তেইশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্রিপুরাকে পাখি চোখ করার ফলে এমন উদ্যোগ বলেও মনে করছে রাজনৈতিক মহল।

তবে এই হেল্পলাইন নম্বর চালু হলে মানুষ কত লটা সুবিধা পাবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, এর আগেও বিপ্লব দেবের হোয়াটসঅ্যাপ কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু সেটা নিয়ে খুব একটা উৎসাহ দেখাননি ত্রিপুরাবাসী। তবে এবার হেল্পলাইন নম্বর চালু করায় চিত্রটা কি পরিবর্তন হবে? মাস কয়েক আগেই বিপ্লব দেব একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলেন। যার নম্বর ছিল 8794538501. কিন্তু সেই কর্মসূচি এখন ঘরে। তাই এই নতুন হেল্পলাইন ১৯০৫ জারি করার নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা।

advt 19

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...