Sunday, November 9, 2025

ভোটে লড়তে চাই না, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী চিঠি দিচ্ছেন কমিশনে

Date:

Share post:

মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ আসনে সাধারণ নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে৷ নির্বাচন কমিশন জানিয়েছে ৩০ সেপ্টেম্বর এই দুই কেন্দ্রে ভোট হবে৷ প্রসঙ্গত, ২০২১ বিধানসভা ভোটের ঠিক আগে করোনা আক্রান্ত হয়ে সামশেরগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুর আসনে আরএসপি প্রার্থীর মৃত্যু হয়৷ এরপরই ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখে জাতীয় নির্বাচন কমিশন।

 

এদিকে, সামশেরগঞ্জ কেন্দ্রে সম্ভবত বড় ধাক্কা খেতে চলেছে জাতীয় কংগ্রেস। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জয়দুর রহমান জানিয়েছেন নির্বাচন কমিশনকে তিনি অনুরোধ করতে চলেছেন তাঁর নাম কংগ্রেস প্রার্থী হিসেবে প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দেওয়া হোক৷ তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। জয়দুর রহমান পাশাপাশি জানিয়েছেন, তিনি কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নামছেন না । যেহেতু ইতিমধ্যেই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিনও পার হয়ে গিয়েছে তাই এখন কমিশনের কাছে অনুরোধ জানাবেন তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করার সুযোগ চেয়ে৷ এই জয়দুর রহমান সম্পর্কে জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের নিজের ভাই। সংবাদমাধ্যমে জয়দুর বলেছেন,

“স্থানীয় মানুষের অনুরোধে আমি কংগ্রেসের প্রার্থী হতে রাজি হয়েছিলাম। কিন্তু বর্তমানে আমার দাদা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং জঙ্গিপুর কেন্দ্রের সাংসদ। তাই দাদার সম্মানের কথা ভেবে আমার পক্ষে বিরোধী দলের টিকিটে ভোটে লড়াই করা সম্ভব নয়।” পাশাপাশি তিনি বলেছেন, ‘আমি একজন ব্যবসায়ী। রাজনীতি কোনদিনই করিনি৷ রাজনীতিতে করতে এসে আমার ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে। আমি এই ক্ষতি আর বাড়াতে পারব না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি কংগ্রেসের টিকিটে ভোটে লড়বো না।” জেলা কংগ্রেসের তরফে বলা হয়েছে, জয়দুর রহমান এখনও সরকারিভাবে জানাননি উনি ভোট লড়বেন না।’

advt 19

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...