জল কম খাচ্ছেন? হৃদরোগকে ডেকে আনছেন না তো!

বয়স সবে 40। স্বাস্থ্য ভালো। তা সত্ত্বেও হৃদরোগে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। চিকিৎসকরা বলছেন, কম বয়সে হৃদরোগের (Heart Attack) অন্যতম কারণ জল কম খাওয়া।এক টানা বসে কাজ। সঙ্গে ফাস্টফুড। মানসিক চাপ। শরীরচর্চায় অনীহা। সব মিলে অল্প বয়সেই বাড়ছে হৃদরোগের ঝুঁকি। এই বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। জল খাওয়ার অভ্যাসে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কাজের চাপে সময়মতো জল (Water) খাওয়া হয় না। সারা দিনে হয়তো মাত্র চার-পাঁচ গ্লাস জল খাচ্ছেন। কিন্তু এতে বিপদ বাড়ছে। দিনে অন্তত আট গ্লাস জল খাওয়া প্রয়োজন। বলছেন বিশেষজ্ঞরা।

ইওরোপিয়ান স্টাডি অব কার্ডিয়োলজিক্যাল কংগ্রেসে হার্টের সুরক্ষা নিয়ে আলোচনায় জলের ভূমিকার কথা উঠে এসেছে।সারাদিনে কমপক্ষে ৪ লিটার জল খেলে শরীর সুস্থ থাকে। তবে সবার ক্ষেত্রে জলের মাপ এক নয়। কারও বেশি প্রয়োজন, কারও আবার একটু কম। তবে, সমীক্ষা বলছে, মহিলাদের তুলনায় পুরুষদের বেশি জল দরকার পড়ে।

আরও পড়ুন- দিল্লিতে জরুরি তলব, সন্ধেয় শহর ছাড়ছেন সুকান্ত, দিলীপ ও অমিতাভ

গবেষণা অনুযায়ী, কম জল খেলে শরীরে সেরাম সোডিয়ামের মাত্রা কমে। ফলে ডিহাইড্রেশনের আশঙ্কা দেখা দেয়। ডিহাইড্রেশনের ফলে রক্ত ঘন হয়ে যাওয়ায় হার্টকে বেশি জোর দিয়ে পাম্প করতে হয়। এতে হৃদরোগের আশঙ্কাও বাড়ে। তাই নিজের হৃদযন্ত্র সচল রাখতে এবার থেকে দুঘটি জল না হয় বেশি খেলেন।

 

advt 19

 

 

Previous articleদিল্লিতে জরুরি তলব, সন্ধেয় শহর ছাড়ছেন সুকান্ত, দিলীপ ও অমিতাভ
Next articleশক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমে সরছে’গুলাব’, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও