Saturday, November 29, 2025

আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই করবেন না অখিলেশ যাদব

Date:

Share post:

আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন(Uttar Pradesh assembly election)। তবে তার আগেই ময়দান ছেড়ে দিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির(Samajbadi Party) প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav) সোমবার ঘোষণা করেছেন বিধানসভা নির্বাচনে লড়াই করবেন না তিনি। যদিও কেন হঠাৎ অখিলেশ এমন সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্য ব্যাখ্যা করেননি।

সোমবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অখিলেশ যাদব জানান, বিধানসভা নির্বাচনের লড়াইয়ে থাকছেন না তিনি। তবে তিনি না থাকলেও তার দল রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে। কিন্তু এই দুই দলের আসন সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত গত মে মাসে উত্তরপ্রদেশের ব্লক পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছিল বিজেপি। এই নির্বাচনে অপ্রত্যাশিতভাবেই ভালো ফল করে অখিলেশ যাদবের দল সমাজবাদী পাটির্র। রাজনীতির নিয়ম অনুযায়ী এরপরই অখিলেশের জোরকদমে ময়দানে নেমে পড়ার কথা বিধানসভা নির্বাচন উপলক্ষে। তবে তার ঠিক উল্টোটা হয়। উত্তরপ্রদেশে রাজনৈতিক ইস্যুর অভাব না থাকলেও ময়দানে নামতে দেখা যায়নি অখিলেশকে। কোনরকম জনসভাও করেননি তিনি। শুধু তাই নয়, সমাজবাদী শিবির থেকে জানা যাচ্ছে, গত দেড় বছরে অখিলেশ যতটানা লখনউকে দিয়েছেন তার চেয়ে অনেক বেশি সময় বিদেশে কাটিয়েছেন। এমনকি গত বছর হাথরসের ঘটনার সময় গোটা দেশের বিরোধী মহল উত্তরপ্রদেশের রাস্তায় নামলে দেখা যায়নি মোলায়েম পুত্রকে। এই পরিস্থিতিতে সোমবার তার এই সিদ্ধান্ত নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:শুভেন্দুকেই দালাল বলতে চেয়েছেন দিলীপ, টুইটে খোঁচা কুণালের

উল্লেখ্য, শুধু অখিলেশ নয় বিএসপি নেত্রী মায়াবতীকেও সেভাবে উত্তরপ্রদেশ রাজনীতিতে দেখা যায়নি। বিশ্বের লোকসভা নির্বাচনের পরে তিনি সমাজবাদী পার্টির সঙ্গে জোট থেকে বেরিয়ে আসেন। অন্যান্য বিরোধী দলের তরফে অভিযোগ তোলা হয়েছে লোকসভার পর থেকে বিজেপির বি টিম হয়ে রয়ে গিয়েছে মায়াবতীর দল। একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মায়াবতী পেছনে হাত ধুয়ে লেগে যাওয়ার পর আপাতত গুটিয়ে রয়েছেন তিনি। ফলস্বরূপ প্রশ্ন উঠছে অখিলেশের ওপরেও কি এরকম কোন ভাবে চাপ সৃষ্টি করেছে কেন্দ্র? তার অবশ্য কোনো উত্তর মেলেনি।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...