Friday, November 14, 2025

জগদ্ধাত্রীপুজোয় গোপন ক্যামেরায় নজরদারি, কোভিড বিধি পালন: নির্দেশ চন্দননগরের পুলিশ কমিশনারের 

Date:

Share post:

কোভিড বিধি মেনে পুজো, সিসি ক্যামেরার পাশাপাশি গোপন ক্যামেরায় নজরদারি চলবে চন্দননগর (Chandannagar) জগদ্ধাত্রীপুজোর চারদিন। জগদ্ধাত্রীপুজোর গাইড ম্যাপ (Guide Map) প্রকাশ করে একথা জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ (Arnab Ghosh)। সোমবার, সন্ধেয় চন্দননগর রবীন্দ্র ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এবার অনলাইনে চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে ৩০০ পুজোর অনুমতি দেওয়া হয়েছে। এস পি, এডিশনাল এসপি, ডিএসপি, সাব ইন্সপেক্টর, অফিসার, কনস্টেবল, পদ মর্যাদার অফিসার এবং কনস্টেবল, ৬০০ জন অস্থায়ী হোমগার্ড-সহ প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন থাকবে। নজরদারি চালাবে ৫০টি সিসি ক্যামেরা। ওয়াচ টাওয়ার থাকবে। গোপন জায়গা থেকে ভিডিওগ্রাফি হবে। এমন কোনও ছাদ যেখানে কারও নজর না যায় সেই জায়গায় ক্যামেরা থাকবে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারে নজরদারি চলবে।চন্দননগর ঢোকার রাস্তায় ৯-১৫ তারিখ দুপুর দুটো থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত নো এন্ট্রি থাকবে।

সিপি বলেন, এবারই প্রথম মেডিক্যাল ইমার্জেন্সিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অনেক সময় পুজোর দিনে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পরে। রাস্তায় প্রচুর ভিড় থাকায় অ্যাম্বুলেন্স ঠিক মত যেতে পারে না। তাই চন্দননগর রানিঘাটে লঞ্চ থাকবে। দ্রুত অসুস্থকে লঞ্চে করে চুঁচুড়া ফেরিঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানে অ্যাম্বুলেন্স থাকবে। সেখান থেকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সাদা পোশাকে স্পেশাল পুলিশ থাকবেন, যাঁরা সিপিকে রিপোর্ট করবেন।

কোভিড বিধি নিয়ে হাইকোর্টের নির্দেশ পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

রাতের বাধানিষেধ নিয়ে রাজ্য সরকার যে নির্দেশ দেবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বিধিনিষেধ থাকবে কি না। এদিন নিরাপত্তা নিয়ে বললেও রাতের বিধিনিষেধ নিয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি পুলিশ কমিশনার। চন্দননগরে জগদ্ধাত্রীপুজোয় রাতে যে পরিমাণ মানুষের ঢল নামে, তা রাত এগারোটায় থামিয়ে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। হাইকোর্টের নির্দেশে পুজো মণ্ডপে না ঢুকলেও রাস্তায় যাঁরা থাকবেন তাঁদের কী করে কার্ফু মানতে বলা হবে তা নিয়ে ভাবনায় প্রশাসন। তবে পুজো উদ্যোক্তা ও প্রশাসনের কর্তারা মনে করছেন ছট পুজোতে যেমন কার্ফু শিথিল করেছে সরকার জগদ্ধাত্রীপুজোতেও তাই হবে।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...