একদিনে ৯০০ কর্মী ছাঁটাই! শুনতে খানিকটা অবাক লাগলেও এটাই সত্যি। তাও সামনাসামনি নয়, অতিমারি পর্বে তিনটি কারণ দেখিয়ে জুম কলেই কোম্পানীর ৯০০ কর্মচারীকে ছাঁটাই করেন বেটার ডট কম(Better.com)-এর সিইও(CEO) বিশাল গর্গ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা নিয়ে সমালোচকদের মুখে পড়েছে বেটার ডট কম।

আরও পড়ুন:Omicron:কড়া নাড়ছে থার্ড ওয়েভ,রাজস্থানে একসঙ্গে ৯ জনের শরীরে ওমিক্রনের হদিশ
জানা গিয়েছে গত ১ ডিসেম্বরে কর্মীদের জুম কলে ডাকেন সিইও বিশাল গর্গ। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে,নিউ-ইয়র্কের বন্ধকী ঋণদাতা বেটার ডট কমের সিইও(CEO) কর্মীদের উদ্দেশ্যে বলছেন,”আমি আপনাদের কাছে খুব একটা ভাল খবর নিয়ে আসিনি। বাজার পরিবর্তিত হয়েছে এবং আমাদের টিকে থাকার জন্য এর সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে আশা করি, আমরা আমাদের লক্ষ্যের পথে উন্নতি করতে পারব এবং সরবরাহ করতে পারব। এটি এমন একটা খবর যা আপনারা শুনতে চান না। কিন্তু শেষ পর্যন্ত, এটি আমার সিদ্ধান্ত এবং আমি চেয়েছিলাম যে আপনারা তা আমার কাছ থেকেই শুনুন। এটি সত্যিই একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। আমার কেরিয়ারে, না চাইলেও আমি দ্বিতীয়বার এটা করছি। শেষবার যখন এটা করেছিলাম, আমি কেঁদে ফেলেছিলাম। এবার আশা করি শক্ত থাকতে পারব। যাইহোক, মার্কেট এফিসিয়েন্সি, পারফরম্যান্স এবং উৎপাদনশীলতার (নিরিখে) আমরা কোম্পানির প্রায় ১৫ শতাংশ ছাঁটাই করছি। যারা এই কলে আছেন, তারা সেই দুর্ভাগ্যজনক গোষ্ঠীর অংশ যাদের ছাঁটাই করা হচ্ছে। এখানে আপনাদের কর্মসংস্থান অবিলম্বে বন্ধ করা হল।”
ঠিক ক্রিসমাসের ছুটির আগে কর্মচারীদের বিনা নোটিশেই মাত্র তিন মিনিটের একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে ৯০০ জনকে বরখাস্ত করেন বিশাল গর্গ। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কর্মচারীরা। এরপরই এই ভিডিও কনফারেন্স নেটদুনিয়ায় ভাইরাল হয়ে ওঠে। এমনকি কোম্পানীর সিইওকে কড়া সমালোচনার মধ্যেও পড়তে হয়। যদিও গণহারে ছাঁটাই করলেও কর্মীদের চার সপ্তাহের ক্ষতিপূরণ এবং একমাসের সবরকম সুযোগসুবিধা দেওয়ার আশ্বাস দেন বিশাল গর্গ।
