কলকাতা পুরভোট নিয়ে হাইকোর্টে বিজেপির আবেদন খারিজ হাইকোর্টে। বাকি পুরসভাগুলিতে দ্রুত নির্বাচন করতে হবে। যত কম সম্ভব দফায় ভোট করাতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের।

ফের হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির (Bjp)। কলকাতা পুরভোট নিয়ে তাদের তিনটি আবেদনই খারিজ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বুধবার, শুনানিতে হাইকোর্ট জানিয়ে দেয় কলকাতা পুরভোটে কোনো হস্তক্ষেপ করবে না তারা। তবে, বাকি পুরসভাগুলিতে বকেয়া ভোট যত দ্রুত সম্ভব সেরে ফেলতে হবে। কম দফায় ভোট করাতে হবে। রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে রাজ্য নির্বাচন কমিশনকেই (State Election Commission) সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না।

রাজ্যের বকেয়া সব পুরসভায় একসঙ্গে ভোট করার আবেদন এবং কেন শুধু কলকাতা ভোট আগে হচ্ছে তার জবাবদিহি করে আদালতে মামলা দায়ের করেছিল বিজেপি। সুপ্রিম কোর্টে গিয়ে কোনও লাভ হয়নি। সেখান থেকে মুখ চুন করে ফিরতে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার হাইকোর্টেও মুখ পুড়ল তাদের। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি রায় দেন, কলকাতা পুরভোটে কোনও স্থগিতাদেশ দেবে না হাইকোর্ট। বকেয়া পুরভোট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে, এ বিষয়ে আদালতে তাদের দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর।
আরও পড়ুন:চাপে BJP: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগের অনুমতি আদালতের

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে করা মামলায় কমিশন জানায়, কলকাতা পুলিশ দিয়েই কলকাতা পুরভোট করা যাবে। তবে, টেকনিক্যাল কারণে সেই মামলার শুনানি বুধবার করা যায়নি। বৃহস্পতিবার, কেন্দ্রীয় বাহিনী নিয়ে করা মামলার শুনানি হবে।